JanaBD.ComLoginSign Up

ববির `ওয়ান ওয়ে‘ মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর!

সিনেমা জগৎ 13th Oct 2016 at 1:13pm 305
ববির `ওয়ান ওয়ে‘ মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর!

হালের দর্শকপ্রিয় নায়িকা ববি। আসছে ২১ অক্টোবর তার অভিনীত ‘ওয়ান ওয়ে’ ছবিটি মুক্তি পাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও বাপ্পি।

দেহরক্ষী, রাজত্ব, অ্যাকশন জেসমিন, ইঞ্চি ইঞ্চি প্রেম ছবির মাধ্যমে ঢালিউডের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় এই নায়িকা। ছবি মুক্তির আনন্দ বরাবরই হলে গিয়ে তার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চান তিনি।

ইচ্ছে আছে ওয়ান ওয়ে ছবিটিও দর্শকদের সঙ্গে হলে গিয়ে দেখার। তবে এখন আরও একটি ছবি ‘বিজলী’র কাজ নিয়েও বেশ ব্যস্ত। দেশের বাইরেও বেশ কিছু অংশের শুটিং বাকি আছে। একদিকে ছবি মুক্তি অন্যদিকে আরেক ছবির শুটিং দেশের বাইরে হওয়াতে দ্বিধায় আছেন তিনি।

এ বিষয়ে ববি বললেন, ‘আমার খুব পছন্দের ছবি মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে টিভিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। সামনে আমার প্রযোজিত ছবির শুটিং দেশের বাইরে হবে। ছবি মুক্তির সময় দেশে থাকতে পারলে খুব ভালো লাগে।

বিশেষ করে দর্শকদের সাথে ছবি দেখার মজাই অন্যরকম। শিডিউল মেলাতে পারলে ছবি মুক্তির প্রথম ৩ দিন বিভিন্ন হলে ঘুরে ঘুরে দর্শকদের সাথে আনন্দ ভাগ করে নেয়ার ইচ্ছে আছে।’

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)