JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ফ্রিতে ব্রাউজ করুন আমাদের সাইট :) Search করুন , "জানাবিডি ডট কম" পেয়ে যাবেন ।

মেয়েদের মুখের কোথায় কোন তিল কী বলে, মেয়েটি কেমন?

লাইফ স্টাইল 14th Oct 2016 at 10:14am 695
মেয়েদের মুখের কোথায় কোন তিল কী বলে, মেয়েটি কেমন?

ছোটো কালো একটি তিল ঠোঁটের কোণে। আবার চোখের নীচে তিলটি মুখের সৌন্দর্য় বাড়ায়। মুখের তিল যেমন সুন্দর করে তোলে মুখশ্রীকে, তেমনই কিছু কথা বলে গোপনে। তাই কী বলে মেয়েদের মুখের তিল জেনে নিন।

ডান দিকে ভুরুর নীচে তিল : এই তিলটি সৌভাগ্যের প্রতীক। আপনি যে সৃজনশীল ও বুদ্ধিমতী তার পরিচয়ও দেয়। আপনার জীবন যে নাম, যশ ও ধন সম্পত্তিতে ভরপুর হয়ে উঠবে তার পরিচয় দেয়।

ঠোঁটের পাশে তিল : মুখের যে কোনও দিকের তিল থাকা মানে আপনার জীবনে ভারসাম্য বজায় থাকবে। সম্ভবত আপনি আভিজাত্যময় জীবনযাপন করবেন।

ভুরুর শেষ প্রান্তে তিল : ভুরুর শেষ প্রান্তে তিল থাকা মানে আপনার মনের জোর সবসময় বজায় থাকবে।

কপালে তিল : কপালে তিল থাকা মানে সে খুবই সৃজনশীল, কঠোর পরিশ্রমী ও কেয়ার ফ্রি।

নাকের ডগায় তিল : নাকের ডগায় তিল অশুভ। নানারকম নেতিবাচকতা ঘিরে ধরতে পারে।

ভুরুর মধ্যে তিল : ভুরুর মধ্যে তিলে প্রকাশ পায় নেতৃত্বসুলভ গুণ। একইসঙ্গে নাম ও যশের প্রতীকও।

চোখের মধ্যে তিল : চোখের মধ্যে তিল থাকা মানে আর্থিক লাভের চিহ্ন। তাতে কেউ যদি কাজ নাও করে তবুও হবে প্রচুর টাকার মালকিন।

চোখের নীচে তিল : এই তিলটির মানে হল প্রেমের সম্পর্কে টানাপোড়ন।

থুতনির উপর তিল : আপনি যে বেশ যুক্তিশীল ও প্যাঁচালো মনের তার প্রকাশ করে এই তিল।

ঠোঁটের উপর তিল : সকলের মন জয় করে নেওয়ার ক্ষমতা রয়েছে, এমনটাই বলে ঠোঁটের উপরের তিল।

গালের উপর তিল : ডান দিকের গালের উপর তিল বলে আপনি খুব নরম মনের মানুষ। খুবই গম্ভীর ও চাপা সভাবের পরিচয় দেয় বাম দিকের গালের তিল।

Googleplus Pint
Like - Dislike Votes 3 - Rating 3.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)