JanaBD.ComLoginSign Up

সৌম্য কি হাথুরুসিংহের আস্থার দাম দিতে পারবেন?

ক্রিকেট দুনিয়া 18th Oct 2016 at 7:45pm 695
সৌম্য কি হাথুরুসিংহের আস্থার দাম দিতে পারবেন?

২০১৫ সাল দুর্দান্ত কেটেছিল বাংলাদেশ ক্রিকেট আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আবির্ভূত হওয়া সৌম্য সরকারে। ওই বছরে ১৫টি একদিনের ম্যাচ খেলার পর ৫১.৬৯ গড়ে করেছিলেন ৬৭২ রান। এ কারণে বর্ষসেরা সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায়ও চলে এসেছিলেন এ তরুণ।

তবে বছর ঘুরতেই সৌম্য যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। ফর্মটা তার ভালো যাচ্ছে না তার। এরপরও সৌম্য বাংলাদেশ দলে খেলে যাচ্ছেন নিয়মিত! তাকে রাখা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডেও। যদিও টেস্ট পরিসংখ্যান খুব একটা আশা জাগিয়ানা নয়। তিন টেস্টে ২১.৪২ গড়ে করেছেন ১০৭ রান। নেই কোনো ফিফটি, আর সেঞ্চুরি তো থাকারই প্রশ্নই আসে না!

অমিত সম্ভাবনাময়ী ক্রিকেটার সৌম্য সরকারকে তার পুরোনো ছন্দে ফিরে আসতেই বারবার সুযোগ দেওয়া হচ্ছে। ২০১৫ সালের ওয়ানডের সেই সৌম্যকেই দেখতে চান হাথুরুসিংহে। যদিও তার ফর্ম নিয়ে বেশ ভাবতে হচ্ছে বাংলাদেশ কোচকে।

হাথুরুসিংহেবলেন, ‘সৌম্যর ফর্ম নিয়ে চিন্তা করতে হচ্ছে আমাদেরকে। আমরা চাই, সৌম্যর মাঝে আগের সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আসুক। সেজন্যই তাকে এতো সুযোগ দেওয়া হচ্ছে। সে ভালো খেলোয়াড়। ফর্ম খারাপ হতেই পারে, তবে এটা বেশি সময় স্থায়ী হওয়ার নয়।’ এবার দেখার বিষয়, সৌম্য হাথুরুসিংহের আস্থার দাম কতটা দিতে পারেন।

সূত্রঃ বিডি২৪লাইভ

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)