JanaBD.ComLoginSign Up

সুজানের জন্মদিনে আমন্ত্রণ পেলেন হৃতিক

বিবিধ বিনোদন 20th Oct 2016 at 11:09am 393
সুজানের জন্মদিনে আমন্ত্রণ পেলেন হৃতিক

সাবেক স্ত্রী সুজানের জন্মদিনে আমন্ত্রণ পেলেন হৃতিক রোশন। সুজান নাকি বিশেষ ভাবে আমন্ত্রণ করেছেন হৃতিককে। তবে কি ২৬ অক্টোবর তারা ফের একসঙ্গে হচ্ছেন? এমন প্রশ্ন বলিউডের অন্দর মহলে।

আসলে বিবাহবিচ্ছেদ হলেও বাবা-মা হিসেবে ছেলেদের প্রতি কর্তব্য পালনে কোনও ত্রুটি রাখেননি বলিউডের এই প্রাক্তন দম্পতি। ছেলেদের জন্মদিনও একসঙ্গে করেছেন তারা। মাঝখানে কঙ্গনা ইস্যুতে হৃতিক যখন আইনি ঝামেলায় পড়েছিলেন তখনও তার পাশে ছিলেন সুজান।

কিন্তু সুজানের এ বছরের জন্মদিনে হৃতিককে বিশেষ আমন্ত্রণের কোনও কারণ রয়েছে। হৃতিকও নিজের নাকি সব কাজ বাতিল করেছেন ওই দিনের জন্য। সে দিন তাদের দুই ছেলে রেহান ও রিদানও থাকবে পার্টিতে।

বলিউডের একটা বড় অংশ বলছে, হয়তো ফের সম্পর্ক জোড়া লাগাবার কথা ভাবছেন তারা। সে কারণেই কি এই বিশেষ আমন্ত্রণ? সময়ই বলে দেতবে তা।

সূত্রঃ ঢাকা টাইমস

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)