JanaBD.ComLoginSign Up

রাখির ২২ চুমু

সিনেমা জগৎ 20th Oct 2016 at 5:02pm 838
রাখির ২২ চুমু

দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া যখন হলিউড জয় করায় ব্যস্ত তখন রাখি সাওয়ান্ত জয় করতে চলেছেন ফ্রান্স।

‘আইটেম কুইন’ খ্যাত রাখি বলিউড ক্যারিয়ার ঠিক মতো পাকাপোক্ত করতে না পারলেও এবার তিনি অভিনয় করবেন একটি ফরাসি সিনেমায়।

রাখির ফরাসি এই সিনেমাটির নাম কী তা এখনো জানা যায়নি। সিনেমাটিতে একটি ভারতীয় নারীর ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। সিনেমার গল্পে তুলে ধরা হবে প্রবাস জীবনে এক ভারতীয় নারীর বিভিন্ন দুঃখ দুর্দশার কথা। আর এই সিনেমায় ২২টি চুমুর দৃশ্যে দেখা যাবে রাখি সাওয়ান্তকে। তাও আবার ফ্রেঞ্চ কিস। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

ইংরেজি উচ্চারণ ঠিক না হওয়ায় বিভিন্ন সময় বিদ্রুপের মুখে পড়তে হয় রাখিকে। সিনেমার জন্য নিজের ইংরেজি উচ্চারণ ঝালাই করে নিচ্ছেন তিনি। পাশাপাশি শিখছেন ফরাসি ভাষাও।

এ প্রসঙ্গে রাখি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি সিনেমাটি নিয়ে প্রথমে সংশয়ে ছিলাম। কারণ আমি ইংরেজিতে খুব দক্ষ না এবং ফরাসি ভাষাও জানি না। আমি এখন এই দুই ভাষা শেখায় ব্যস্ত।’

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)