JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরী

বিবিধ বিনোদন 20th Oct 2016 at 7:00pm 1,019
অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরী

হোতাপাড়ায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির শুটিং। আজ একটি সিক্যুয়েন্সের শুটিংয়ে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ছবির নায়িকা পরী মণি। পরিচালক শামীমুল ইসলাম শামীম জানান, অল্পের জন্য ট্রেন দুর্ঘটনায় পড়েননি এই অভিনেত্রী।

পরিচালক শামীম বলেন, ‘আমরা সাধারণত ঝুঁকিপূর্ণ কাজগুলোয় ডামি ব্যবহার করি। কিন্তু আজ পরী এবং নায়ক আরজু ডামি ছাড়া নিজেরাই শট দিচ্ছিলেন। সিক্যুয়েন্সটা এমন ছিল যে আরজু নিজের হাত রেল লাইনের সাথে তালা মেরে চাবিটা নদীতে ফেলে দেয়। পরী সেই চাবি নদী থেকে তুলে রেললাইন থেকে আরজুর হাত ছুটাতে চায়। পেছনে ট্রেন আসছে। আমরা শট নিয়ে ব্যস্ত। পরী তালা খুলছে, এর মধ্যে কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রেনটি চলে গেল। অল্পের জন্য বেঁচে গেছে সে।’

এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ মানসিক ধাক্কার মধ্যে রয়েছেন পরী। এনটিভি অনলাইনকে তিনি বলেন, “আমি শট দিচ্ছিলাম। পেছনে টের পাচ্ছি ট্রেন খুব কাছে চলে এসেছে। আমি ডিরেক্টরের ‘কাট’ শোনার অপেক্ষায় আছি। শট শেষ করতেইএকটা বাতাস আমাকে পাশের ক্ষেতে ছুড়ে ফেলে দেয়। তার পর শুধু হাঁ করে তাকিয়ে দেখছিলাম। আমার দুহাত পাশ দিয়ে ট্রেনটি চলে গেল। আমি বেঁচে আছি, এখনো কিছু মাথায় ঢুকছে না।’

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটির শেষ পর্যায়ের শুটিং শেষ হচ্ছে আগামীকাল। হোতাপাড়া ছাড়াও ছবিটির শুটিং পুবাইলের বিভিন্ন জায়গায় করা হয়েছে। পরী মণি, আরজু ছারা ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, খলনায়ক ডন প্রমুখ।

তথ্যসূত্রঃ এনটিভি অনলাইন

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 3 - Rating 3.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)