JanaBD.ComLoginSign Up

‘সমান সম্ভাবনা’ দেখছেন ওয়ালশ

ক্রিকেট দুনিয়া 22nd Oct 2016 at 9:15pm 401
‘সমান সম্ভাবনা’ দেখছেন ওয়ালশ

চট্টগ্রাম টেস্টে যে ফল বের হচ্ছে তা নিশ্চিতভাবেই বলা যায়। প্রশ্ন হচ্ছে, কার মুখে ফুটবে শেষ হাসি? দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড দল এগিয়ে ২৭৩ রানে। সফরকারীদের হাতে এখনও আছে ২ উইকেট। নিশ্চিতভাবেই তিনশ বা তার বেশি টার্গেট স্বাগতিকদের দিতে চাইবে ইংল্যান্ড|

বাংলাদেশ কি ম্যাচের চতুর্থ ইনিংসে এ রান তাড়া করতে পারবে? বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জয়ের ব্যাপারে দুই দলের সমান সম্ভাবনা দেখতে পারছেন।

শনিবার তৃতীয় দিনের খেলা শেষে ওয়ালশ সংবাদ সম্মেলনে বলেন,‘ম্যাচটি এখনও হাতছাড়া হয়নি। ইংল্যান্ড হয়ত স্কোরবোর্ডে আরও ২০-৩০ রান তুলতে চাইবে। আমাদেরকে কাল (রোববার) সকালে দ্রুত ২ উইকেট তুলে নিতে হবে। আমার মতে দুই দলেরই ম্যাচ জয়ের সমান সম্ভাবনা আছে। আমাদেরকে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে হবে। এখনও ম্যাচ জয়ের সম্ভাবনা আছে।’

দ্বিতীয় ইনিংসে বোলারদের প্রশংসা করে ওয়ালশ বলেছেন,‘বোলাররা আজ দারুণ লড়াই করেছে। একটি পর্যায়ে মনে হচ্ছিল আমরাই ম্যাচে এগিয়ে আছি। এরপর ওরা জুটি গড়ে প্রতিরোধ গড়ে তুলে। টেস্ট ক্রিকেটটা এরকমই। বেন স্টোকস সময় উপযোগী ইনিংস খেলেছে। বেয়ারস্টোকে নিয়ে জুটি বেঁধেছে। এরপর আমরা আমরা ফিরে এসে শেষে আক্রমণের ধার অব্যাহত রাখি।’

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 7.5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)