JanaBD.ComLoginSign Up

রণবীর-দীপিকার ব্রেক-আপের পেছনে কী তাঁরই হাত?

বিবিধ বিনোদন 24th Oct 2016 at 1:54am 493
রণবীর-দীপিকার ব্রেক-আপের পেছনে কী তাঁরই হাত?

এর জন্যই কি ব্রেক-আপ হয়ে যাচ্ছে রণবীর ও দীপিকার? বি-টাউনে কান পাতলে কানাঘুষায় শোনা যাচ্ছে এমনই। যদিও প্রকাশ্যে কেউই এর সত্যতা স্বীকার করেনি। কিন্তু টিনসেল টাউনের গুঞ্জন বলছে, এই জনপ্রিয় নায়কের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র জন্যই নাকি গোঁসা হয়েছে রণবীরের।

কালপ্রিট হিসেবে শোনা যাচ্ছে শহিদ কাপুরের নাম। সঞ্জয় লীলা বনশালী নির্দেশিত পরবর্তী ছবি ‘পদ্মাবতী’তে শহিদকে নেয়ার জন্য নাকি জোরাজুরি করেন ডিপ্পি। ছবিতে রণবীরের থেকে বেশি দেখা যাবে শাহিদকে। এমনকী ছবিতে শহিদ ও দীপিকা, দুজনেরই অনেকগুলি বেশ ঘনিষ্ঠ মুহূর্তও রয়েছে। শুধু তাই নয়, দীপিকার নাকি ইচ্ছে ছবির ফার্স্ট লুকে থাকবেন শুধু তিনি আর শহিদ। আর এইসব দেখেশুনেই নাকি ‘রেগে আগুন’ রণবীর।

তথ্যসূত্রঃ জিনিউজ

Googleplus Pint
Like - Dislike Votes 3 - Rating 3.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)