JanaBD.ComLoginSign Up

কঠিন স্বভাবের ম্যানেজার

মালিক ও কর্মচারী 24th Oct 2016 at 5:56pm 823
কঠিন স্বভাবের ম্যানেজার

এক কোম্পানিতে নতুন ম্যানেজার যোগ দিয়েছেন। তিনি অনেক কড়া আর কঠিন স্বভাবের। তাই ঠিক করলেন সেটা প্রথমেই সবাইকে বুঝিয়ে দিবেন। যে সব ফাঁকিবাজ কর্মী আছে তাদের বিদায় করে দিবেন।

প্রথম দিনে তিনি ঘুরতে বের হলেন। তিনি দেখলেন কারখানায় সবাই কাজ করছে আর এক লোক দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি ভাবলেন এটাই সুযোগ সবাইকে বুঝিয়ে দেয়ার যে তিনি কত কঠোর আর শুধু কাজ বোঝেন।

তিনি গিয়ে জিজ্ঞেস করলেন-
ম্যানেজার : তুমি মাসে কত বেতন পাও?
লোকটা : ৬ হাজার টাকা।
তিনি লোকটিকে ১ হাজার ৫শ’ টাকা দিয়ে চিৎকার করে বললেন-
ম্যানেজার : এই নাও তোমার এক সপ্তাহের বেতন। বের হয়ে যাও, আর কখনো যাতে না দেখি তোমাকে।

উৎফুল্ল অনুভব করে তিনি কারখানার সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন-
ম্যানেজার : এ লোক এখানে কী কাজ করতো?
কর্মী : সে এখানে পিজা ডেলিভারি দিতে এসেছিল।

Googleplus Pint
Like - Dislike Votes 11 - Rating 4.5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)