JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

ভালবাসার আলোয় অন্ধকার মুছতে ‘কাবিল’ হৃতিক-ইয়ামি

সিনেমা জগৎ 26th Oct 2016 at 12:10pm 509
ভালবাসার আলোয় অন্ধকার মুছতে ‘কাবিল’ হৃতিক-ইয়ামি

অন্ধকার থেকে আলোর যাত্রাপথে যে হাত ধরে টেনে তুলতে পারে, সে হল প্রেম৷ হৃতিক রোশনের আগামী ছবি ‘কাবিল’-এর ট্রেলারে পরতে পরতে লেগে আছে সেই প্রেমের আলোই৷

‘মহেঞ্জ দড়ো’ বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলেনি৷ এদিকে কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলায় বলিপাড়ায় হৃতিক ম্যাজিক যেন ক্রমশ ফিকে হতে বসেছে৷ সেখানে আশার আলোও এই ‘কাবিল’৷ ট্রেলারে দেখা গেল পুরো বলিউডি ফর্মূলাতেই হৃতিককে সামনে এনেছেন পরিচালক সঞ্জয় গুপ্তা৷ প্রেম থেকে প্রতিহিংসা, নায়কের উত্তরণ ও লার্জার দ্যান লাইফ হয়ে ওঠা সবকিছুই মজুত৷ তবে এ সবের অন্দরেই অন্ধকার থেকে আলোয় ফেরার বার্তাটি মিশিয়ে দিয়েছেন পরিচালক৷

ছবির নায়ক-নায়িকা দু’জনেরই চোখের আলো নিভেছে৷ অন্ধকারের মিশেলে কি আলোর জন্ম হতে পারে? সে উত্তর না হয় তোল থাক৷ তবে দুটো জীবন মিশলে যে নতুল আলোর জন্ম হয় তা তো বলাই যায়৷ ইয়ামির সঙ্গে প্রথমবার জুটি বেঁধে প্রেমের সে আলো চিনিয়েছেন হৃতিক৷ তবে অন্ধকার যে স্রেফ চোখে বাসা বেঁধে তা তো নয়, ঘাপটি গেড়েছে কানুনের অন্দরেও৷ আর এখান থেকেই প্রেমিক নায়কের ডেয়ারডেভিল হয়ে ওঠার পালা৷ প্রেম-প্রতিশোধের এই ফর্মূলাতে কি বক্স অফিসে জোয়ার আনতেও কাবিল হবেন হৃতিক ইয়ামি? সে উত্তর মিলবে আগামী বছরের ২৬ জানুয়ারি৷

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 28 - Rating 8.6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)