JanaBD.ComLoginSign Up

টিভি অনুষ্ঠানে মদ্যপান করলেন প্রিয়াংকা (ভিডিও সহ)

বিবিধ বিনোদন 26th Oct 2016 at 7:10pm 516
টিভি অনুষ্ঠানে মদ্যপান করলেন প্রিয়াংকা (ভিডিও সহ)

বলিউডের সীমানা পেরিয়ে হলিউডেও নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন গ্ল্যামার গার্ল প্রিয়াংকা চোপড়া। তিনি মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ এবং হলিউড ছবি ‘বেওয়াচে’ অভিনয়ের মাধ্যমে মন জয় করেছেন হলিউডের দর্শকদের।

নতুন খবর হচ্ছে, সম্প্রতি মার্কিন টিভির ড্রামা শো ‘অ্যালেন শো’তে অংশ নিয়েছিলেন প্রিয়াংকা। আর সে সেখানে সবাইকে অবাক করে দিয়ে অনুষ্ঠানের শুরুতে উপস্থাপকের আহ্বানে এক পেগ মদপান (টাকিলা) করেন প্রিয়াংকা।

কারণ হিসেবে প্রিয়াংকা জানান, যখনই তিনি টাকিলা পান করেন তখনই বেশ শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। এর আগেও নাকি তিনি রেড কার্পেট এ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই মদপান করে গিয়েই বেশ প্রফুল্ল ছিলেন। পুরো অনুষ্ঠানটিতেই প্রিয়াংকার ভাবভঙ্গী ছিলো কিছুটা অসংলগ্ন এবং অগোছালো।

সর্বশেষ বলিউডের ‘বাজিরাও মাস্তানি’ ছবিটিতে কাশিবাই চরিত্রে কাজ করেছিলেন এই সাবেক বিশ্বসুন্দরী, বর্তমানে তিনি ব্যস্ত আছেন হলিউডের টিভি সিরিজ কোয়ান্টিকো নিয়েই।

ভিডিও টি দেখতে এখানে যান

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)