JanaBD.ComLoginSign Up

নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় পাকিস্তান

ক্রিকেট দুনিয়া 29th Oct 2016 at 1:57pm 504
নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় পাকিস্তান

একটি ঐতিহাসিক কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে টিম পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শারজায় রবিবার শুরু সিরিজের শেষ টেস্ট জিতে ইতিহাসের পাতায় নাম লেখাতে পারেন তারা। আর তাতেই ৯-০ এ জয় পাবে দলটি! এটি জিতলে ক্যারিবিয়ানদের ৩ ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ করা হবে।

এই মরু দেশেই টেস্টের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হারিয়েছে পাকিস্তান।

এখন টেস্টেও একই ফল হলে হবে ৯-০! ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো দল এক সফরে টানা ৯ ম্যাচ জিততে পারেনি।

প্রথম টেস্টটা ছিল দুবাইয়ে। ঐতিহাসিক দিবারাত্রির ম্যাচ। সেখানে ৫৬ রানের জয় তুলে নেয় মিসবাহ-উল হকের দল। আবু ধাবিতে দ্বিতীয় টেস্টটা জিতেছে ১৩৩ রানের স্পষ্ট ব্যবধানে। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ও বোলিংয়ে লেগ স্পিনার ইয়াসির শাহ ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় কঠিন হয়ে দাঁড়ায়।

জ্যাসন হোল্ডারের দলটি এমনিতে অনভিজ্ঞ। তার ওপর ঠিক সফর শুরুর আগেই তাদের কোচ ফিল সিমন্স বরখাস্ত হয়েছেন। সব মিলিয়ে বাজে অবস্থা। সীমিত ওভারের ক্রিকেটে তাদের দিশেহারা লেগেছে। তবে টেস্টে ব্যাটিংয়ে প্রতিরোধের গল্প লিখে দুই ম্যাচকেই নিয়েছিল পঞ্চম ও শেষ দিনে। এখন তাদের আরেকটি হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লড়াই শুরু হতে যাচ্ছে।

তথ্যসূত্রঃ জুমবাংলা

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)