JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ফ্রিতে ব্রাউজ করুন আমাদের সাইট :) Search করুন , "জানাবিডি ডট কম" পেয়ে যাবেন ।

আবারো একত্রে স্টেডিয়ামে কোহলি-আনুশকা

খেলাধুলার বিবিধ 1st Nov 2016 at 2:41pm 690
আবারো একত্রে স্টেডিয়ামে কোহলি-আনুশকা

বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রেমের বিষয়টি বেশ পুরনো। দুজনের সম্পর্ক একবার ভালো হয়, তো একবার খারাপ। আলোচিত এই প্রেমিক জুটি ঝগড়া-বিবাদ মিটিয়ে বেশ কয়েক মাস আগেই একত্র হয়েছেন। এবার দুজনকে দেখা গেলো একসঙ্গে।

রোববার গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে পাশাপাশি বসে থাকতে দেখা যায় আলোচিত এই প্রেমিক জুটিকে। এফসি গোয়া ও দিল্লি ডায়নামাইজ এফসির ম্যাচ উপভোগ করেছেন এই জুটি। আইএসএলে গোয়া দলের মালিকানা রয়েছে কোহলির। এফসি গোয়ার জার্সি পরা কোহলিকে দেখা যায় আনুশকাকে সঙ্গে নিয়ে দলের হয়ে গলা ফাটাতে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর বলিউডের এই হার্টথ্রুব নায়িকার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটিও বেশ ঝামেলার পর রিলিজ হয়েছে। তাই দুজনেই ফুরফুরে মেজাজে গেলেন খেলা দেখতে।

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)