JanaBD.ComLoginSign Up

হোয়াইটওয়াশের 'প্রতিশোধ' নেবে অস্ট্রেলিয়া!

ক্রিকেট দুনিয়া 2nd Nov 16 at 9:14am 806
হোয়াইটওয়াশের 'প্রতিশোধ' নেবে অস্ট্রেলিয়া!

সদ্য পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া। তাই ওয়ানডেতে হোয়াইটওয়াশের বদলা আসন্ন টেস্ট সিরিজে নিতে মুখিয়ে আছে স্বাগতিক দলটি। আর টেস্ট সিরিজটি অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ায় নতুনভাবে শুরুর লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। বৃহস্পতিবার পার্থে দু’দলের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায়।

গেল মাসেই নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার সাথে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজে অসিদের তুলোধুনো করেছে প্রোটিয়ারা। পাঁচ ম্যাচের সবক’টিতে প্রাধান্য বিস্তার করে খেলে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা।

তবে এবার তিন ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের মাঠে খেলবে অস্ট্রেলিয়া। তাই ওয়ানডেতে হোয়াইটওয়াশের বদলাটা টেস্ট সিরিজ দিয়ে নিতে চায় অসিরা। প্রথম ম্যাচের আগে এমনই ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার, ‘ওয়ানডে সিরিজে কথা এখনও ভুলিনি আমরা। প্রত্যক ম্যাচেই দারুন ক্রিকেট খেলেছে দক্ষিণ আফ্রিকা। আমরাও ভালো খেলেছি। কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিলো না। তাই সব ম্যাচেই হেরেছি। তবে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর জন্যই মাঠে নামবো আমরা। প্রতিপক্ষকে কোনভাবেই ছাড় দিবো না। ওয়ানডে সিরিজের বাজে স্মৃতি মুছে ফেলতে মুখিয়ে আছে পুরো দল।’

ওয়ানডে সিরিজের স্মৃতি মনে রেখেছে দক্ষিণ আফ্রিকাও। ঐ সিরিজের কথা মনে করেই আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় তারা। তবে ওয়ানডে ও টেস্ট ভিন্ন হওয়ায় নতুনভাবে শুরুর কথা জানালেন দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিলান্ডার, ‘ওয়ানডে ও টেস্টের মধ্যে পার্থক্য অনেক। তাই টেস্টে নতুনভাবে শুরুর করবো আমরা। ভালো খেলে সিরিজ জিততে চায় দল। তবে ওয়ানডে সিরিজটি আমাদের সাহস জোগাবে। টেস্টে ভালো খেলতে হবে প্রতিপক্ষের উপর সবসময়ই প্রাধান্য বিস্তার করতে হবে।’

এখন পর্যন্ত ২৫টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ১৬টিতে জিতেছে অসিরা। আর ৪টিতে জয় পায় প্রোটিয়ারা। ৫টি সিরিজ হয় ড্র।

অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিঁও, মিচেল মার্শ, শন মার্শ, জো মেনি, পিটার নেভিল, পিটার সিডল, মিচেল স্টার্ক ও এডাম ভোজেস।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, তেম্বা বাভুমা, স্টিফেন কুক, কুইন্ট ডি কক, জেডি ডুমিনি, ডিন এলগার, কেশাব মহারাজ, মরনে মরকেল, ভারনন ফিলান্ডার, কাগিসো রাবাদা, রিলি রোসৌ, তাবরিজ শামসি, ডেল স্টেইন ও ডেন ভিয়াস।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Like - Dislike Votes 14 - Rating 5.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
বোর্ডের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আফ্রিদি বোর্ডের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আফ্রিদি
Yesterday at 10:54pm 401
ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বাবর আজমের যত রেকর্ড ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বাবর আজমের যত রেকর্ড
Yesterday at 10:50pm 484
কোহলির আরেক রেকর্ড এখন আমলার কোহলির আরেক রেকর্ড এখন আমলার
Yesterday at 7:48pm 442
তামিম-হাথুরুসিংহের কথা কাটাকাটি: ব্যাট ছুঁড়ে মারল তামিম! তামিম-হাথুরুসিংহের কথা কাটাকাটি: ব্যাট ছুঁড়ে মারল তামিম!
Yesterday at 6:08pm 935
কাঠগড়ায় টপঅর্ডারের ব্যাটিং কাঠগড়ায় টপঅর্ডারের ব্যাটিং
Yesterday at 5:57pm 408
মাশরাফিদের ‘অসহায়’ হয়ে পড়ার কারণটি জানালেন ডি কক মাশরাফিদের ‘অসহায়’ হয়ে পড়ার কারণটি জানালেন ডি কক
Yesterday at 3:59pm 622
৪০ ছক্কায় ট্রিপল সেঞ্চুরি! ৪০ ছক্কায় ট্রিপল সেঞ্চুরি!
Yesterday at 3:50pm 468
অ্যাশেজের আগে ওয়ার্নারের রণ-হুংকার অ্যাশেজের আগে ওয়ার্নারের রণ-হুংকার
Yesterday at 1:21pm 290

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন

টিভিতে আজকের খেলা : ১৭ অক্টোবর, ২০১৭
টিভিতে আজকের চলচ্চিত্র : ১৭ অক্টোবর, ২০১৭
এবার রোহিতের অ্যাকশনধর্মী ছবিতে রণবীর
হার্ট ভাল রাখতে ৪টি জরুরি বিষয়
চতুর্থ ভারতীয় হিসেবে মাদাম তুসোয় বরুণ ধাওয়ান
মেসির ইঙ্গিতেই সুয়ারেজকে ছেড়ে দেবে বার্সা!
বোর্ডের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আফ্রিদি
ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বাবর আজমের যত রেকর্ড