JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

আমিরের বাড়িতে তাসের আড্ডায় শাহরুখ!

বিবিধ বিনোদন 2nd Nov 2016 at 11:57am 762
আমিরের বাড়িতে তাসের আড্ডায় শাহরুখ!

আমিরের বাড়িতে শাহরুখ? তাও আবার তাসের আড্ডায়? হ্যা আমিরের বাড়িতে তাসের আড্ডায় দেখা গিয়েছে শাহরুখকে।

এক ছবিতে তাঁরা অভিনয় করেননি কখনও। কারণ নাকি ইগোর লড়াই। এক ফ্রেমেও সচরাচর ধরা দেন না। আমির আর শাহরুখ যে বন্ধু, এই দাবিও কেউ কখনও করেননি।

তাই দীপাবলির দিন আমিরের অন্দরমহলের ছবি রীতিমতো চমকে দেয়। খাটে বসে আমিরের স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে তাস খেলছেন বাদশাহ। মজা দেখছেন বেগম গৌরী। ছবিটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে।

দীপাবলির দিন বাড়িতে পার্টি দিয়েছিলেন আমির। সানি লিওন, ভাগ্নে ইমরান খান, পরিচিত বন্ধু ছাড়াও হাজির হয়েছিলেন শাহরুখ। সঙ্গে স্ত্রী গৌরী। বসে তিন পাত্তির আসর। ছবি দেখে স্পষ্ট, সিনেমার মতো তাতেও মাতিয়ে দিচ্ছেন কিং খান। কিরণ আর শাহরুখের খেলা উপভোগ করছেন আরও কয়েক জন বন্ধু–অতিথি। তবে ছবিতে আমিরকে দেখা যায়নি।

সূত্র- আজকাল

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)