JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

মোবাইল পেতে শিশুকন্যাকে দেবতার নামে খুন করল বাবা!

ভয়ানক অন্যরকম খবর 3rd Nov 2016 at 7:48am 804
মোবাইল পেতে শিশুকন্যাকে দেবতার নামে খুন করল বাবা!

হারানো মোবাইল ফিরে পেতে ৪ বছরের মেয়েকে দেবতার না হত্যা করেছে এক বাবা। ভয়ঙ্কর, পাশবিক, অকল্পনীয়! এসব শব্দ দিয়ে হয়তো এ ঘটনাকে ব্যাখ্যা করা সম্ভব হবে নয়৷ সভ্য সমাজ এমন ঘটনার কথা ভাবলেই শিউরে উঠবে৷

অথচ সেই সমাজের ফাঁক-ফোঁকরেই এখনো ঘটে চলেছে কিছু পাশবিক ঘটনা৷ তেমনই এক ঘটনার সাক্ষী থাকল আসামের রতনপুরের এক গ্রাম৷

মেয়ের হাত থেকে মোবাইল চুরি হয়ে গেছে৷ শখের মোবাইল ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়নি মেয়ের বাবা৷ সোজা চলে গেছে তান্ত্রিকের কাছে৷ বিশ্বাস, কালো জাদু করেই মিলবে হারানো মোবাইল৷ আর তাই তান্ত্রিক নির্দেশ দিলেন, মোবাইল ফেরত পেতে হলে শিশুকে বলি দিতে হবে৷

কথা মতো, ৪ বছরের এক শিশু কন্যার মুণ্ডচ্ছেদ করে তার হাত টুকরো টুকরো করে কেটে দেবতার উদ্দেশে নিবেদন করা হবে৷ এতেই নাকি ভগবান তুষ্ট হবেন!

এমন নৃশংস ঘটনা ঘটানোর পরই গ্রেফতার করা হয় দুই অভিযুক্ত হনুমান ভূমিজ ও আরিফ উদ্দিন আলিকে৷ এবং তান্ত্রিকসহ আরো দু’জন পলাতক৷

২৪ অক্টোবর ৪ বছরের সুনুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ অবশেষে গ্রাম থেকেই তার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়৷

দেশের বিভিন্ন প্রান্তে আজও দেবতার পূজার জন্য শিশুবলি দেওয়ার প্রচলন আছে৷

অভিযুক্ত হনুমান ভূমিজের বাড়িতে হারানো মোবাইল ফিরে পাওয়ার পূজা হচ্ছে দেখেই পুলিশের সন্দেহ হয় যে সুনুকেই বলির শিকার হতে হয়েছে৷ পরে খোঁজ নিয়ে জানা যায়, সেই পূজাতেই হাজির হয়েছিল ওই তান্ত্রিক৷

চারাইদেও থানার এসপি জানান, ‘আমরা জানতে পারি হারানো মোবাইল উদ্ধারের জন্য গ্রামে পূজা করতে ডাকা হয়েছিল গব্বর সিং নামে পরিচিত ওই ওজাকে৷ এদিকে, সুনুর নিরুদ্দেশের অভিযোগও থানায় দায়ের করা হয়েছিল৷

দুয়ে দুয়ে চার হওয়াতেই ঘটনা স্পষ্ট হয়৷ তান্ত্রিক ও আরেক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে৷ শিগগরিই আমাদের কাছে ধরা পড়বে তারা৷ সুনুর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷’

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)