JanaBD.ComLoginSign Up

বিয়ের আগেই প্রেগন্যান্ট ছিলেন লিসা হেডেন?

বিবিধ বিনোদন 4th Nov 2016 at 3:14pm 569
বিয়ের আগেই প্রেগন্যান্ট ছিলেন লিসা হেডেন?

দিন কয়েক আগেই বয়ফ্রেন্ড দিনো লালভানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মডেল-অভিনেত্রী লিসা হেডেন। অভিনয় করেছেন সদ্যমুক্তি পাওয়া 'অ্যায় দিল হ্যায় মুশকিল' এর একটি চরিত্রে। কিন্তু শোনা যাচ্ছে, বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে পড়েন লিসা। এমনকী এটাও শোনা যাচ্ছে 'অ্যায় দিল…' এর শুটিং চলাকালীনই নাকি প্রেগন্যান্ট ছিলেন নায়িকা!

মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমের দাবি, দিনোর সঙ্গে বিয়ের দিন এগিয়ে নিয়ে আসার কারণ লিসার প্রেগন্যান্সি। অন্য একটি ছবির জন্য টানা ২০ দিনের ডেট চাওয়া হলে তিনি জানিয়ে দেন, এখনই অন্য কোনো প্রজেক্ট নেওয়া তার পক্ষে সম্ভব নয়। এই খবর সামনে আসার পরই লিসার প্রেগন্যান্সি নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। যদিও এর সত্যতা নিয়ে লিসা নিজে এখনও মুখ খোলেননি।

বলিউডের একটা বড় অংশের মতে, কোনো নায়িকার প্রেগন্যান্সির খবর ইউনিটের জানা থাকলে সেটে তার স্বাচ্ছন্দ্যের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। লিসার ক্ষেত্রে করণ জোহরের টিম কিছুই জানতেন না। ফলে আইটেম ডান্সের ধকলে যদি লিসা অসুস্থ হয়ে পড়তেন তা হলে মুশকিলে পড়ত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' এর টিম।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)