JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

বাংলাদেশের কাছে পরাজয় যন্ত্রণাদায়ক : রুট

ক্রিকেট দুনিয়া 6th Nov 2016 at 10:12am 539
বাংলাদেশের কাছে পরাজয় যন্ত্রণাদায়ক : রুট

বাংলাদেশের কাছে ঢাকা টেস্ট হারের ক্ষত নিয়ে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে ইংল্যান্ড ক্রিকেট দল। ঢাকা টেস্টের হার এখনো ভুলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যান জো রুট। তবে ভারতে আসন্ন টেস্ট সিরিজে তার দল ভালো খেলবে বলে জানান রুট। তিনি বলেন, "বাংলাদেশের কাছে অমন হার যন্ত্রণাদায়ক। তবে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ড ভালো খেলবে।"

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও, দুই ম্যাচের টেস্ট সিরিজটি আর জিততে পারেনি ইংল্যান্ড। চট্টগ্রাম টেস্ট ২২ রানে জিতলেও, ঢাকা টেস্ট ১০৮ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ ১-১ সমতায় শেষ করে ইংলিশরা। এতে ইংল্যান্ড দলকে নিয়ে সমালোচনায় মেতে উঠেন সমালোচকরা। সেই সমালোচনা আরও বড় আকার ধারন করে, ভারত সফরটি আসন্ন হওয়ায়।

সমালোচকদের ভাষ্য, "আসন্ন ভারত সফরে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড। আসন্ন ভারত সফরে নাকানি-চুবানি খাবে ইংলিশরা।" এমন সব ভবিষ্যবাণী শুধুমাত্র সমালোচকরাই করেননি, করেছেন ইংল্যান্ডের অনেক সাবেক অধিনায়ক মাইকেল ভন ও নাসের হুসেইনও।

তবে এমন সমালোচনাকে ভালোভাবেই আমলে নিচ্ছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান রুট। কারন সমালোচকদের পাক্কা জবাব দিতে চান তিনি, "দল হিসেবে ভারত ভয়ংকর। তবে এটি নিয়ে আমরা ভয় পাচ্ছি না। আমরা সবাইকে দেখিয়ে দিতে যাই- আমরা ভালো খেলতে পারি। ভারতের মাটিতে ভালো খেলা আমাদের পক্ষে সম্ভব।"

ভবিষ্যত নিয়ে স্বপ্ন দেখলেও, অতীতের ফল এখনো পীড়া দেয় রুটকে। বাংলাদেশের কাছে ঢাকা টেস্টে হারকে যন্ত্রাণাদায়ক বলে আখ্যায়িত করলেন রুট, "বাংলাদেশের কাছে ওমন হার যন্ত্রণাদায়ক। তবে আমরা সামনের দিকে তাকিয়ে আছি। ভারত সিরিজে আগে নিজেকে তৈরি করে নিতে আমরা সময় পাচ্ছি। ঝরঝরে মেজাজে সিরিজ শুরু করতে পারবো বলে আশাবাদী আমি।"

আশার বাণী শুনিয়েছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিসও। তিনি বলেন, "অতীতে বেশ কয়েকবার খারাপ অবস্থা থেকে আমরা ঘুড়ে দাঁড়িয়েছি। অতীতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার কাছে হেরেও আমরা ভালোভাবে ফিরে এসেছি । এবারও আমরা সফল হবো।"

বেলিসের এমন বক্তব্যে বুঝা যায়- রুটের মত বাংলাদেশ সফরে ঢাকা টেস্টের হার এখনও পীড়া দেয় বেলিসকেও। সেই পীড়া ভারত সফরে আরও বেড়ে গেলে কি অবস্থা হবে ১৩৯ বছর ধরে টেস্ট খেলা ইংল্যান্ড দলের, তা সময়ই বলে দিবে।

তথ্যসূত্রঃ অনলাইন

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)