JanaBD.ComLoginSign Up

বিয়ের পরে যা গোপন করেন নারীরা!

লাইফ স্টাইল 6th Nov 2016 at 10:37am 845
বিয়ের পরে যা গোপন করেন নারীরা!

সম্পর্ক ভাল রাখতে খুব বেশি গোপনীয়তা ভাল নয় এ কথা শুনেছেন নিশ্চয়ই।‌ নারীদের ক্ষেত্রে অবশ্য এ সব নিয়ম–কানুন খাটে না। বিয়ের আগে নারীরা নিজের মনের সব কথা বলতে দ্বিধা করলেও বিয়ের পর সাধারণত নিজেরাই অনেক কথাই নিজের ভেতর গোপন করে রাখেন।

• জেনে নেওয়া যাক বিয়ের পর কোন কোন বিষয়গুলি নারীরা নিজেদের ভেতর রেখে দিতে পছন্দ করেন.....

১। বেশিরভাগ ক্ষেত্রে ‌শারীরিক সমস্যার কথা স্বামীর কাছে বেমালুম চেপে যান নারীরা। যদিও কাছের মানমুষটির উৎকণ্ঠা কমাতেই এমন আচরণ করেন তারা। কিন্তু পরে সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়।

২। অনেক সময়েই দেখা যায় ‌বিয়ের পর নিজের ইচ্ছে জলাঞ্জলি দেন নারীরা। কোনও বিষয়ে স্বামীর সঙ্গে একমত না হলেও, প্রতিবাদ করেন না। অন্যের কথামতো ওঠেন বসেন বহুক্ষেত্রেই।

৩। শারীরিক সম্পর্কে সন্তুষ্ট না হলেও, স্বামীকে সেকথা জানাতে চান না। ভয় পান স্বামী হয়তো দুঃখ পাবেন।

৪। অফিসে বড়সড় সাফল্য পেলেও জাহির করেন না। স্বামী হীনম্মন্যতার কথা ভেবে দুশ্চিন্তায় ভোগেন।

৫। সংসার খরচ থেকে বাঁচিয়ে টাকা জমানোর অভ্যাস রয়েছে নারীদের। অন্য কাউকে এ ব্যাপারে জানান না। দরকারের সময় অবশ্য নিজে থেকেই সেই টাকা বের করে দেন।

৬। সম্পর্ক আগের মতো নেই। স্বামীর আচরণে দুঃখ পাচ্ছেন। কিন্তু অনেক সময় মুখ ফুটে কিছু বলেন না নারীরা।

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)