JanaBD.ComLoginSign Up

আল-আমিনের বিকল্প অনেক

ক্রিকেট দুনিয়া 6th Nov 2016 at 4:08pm 481
আল-আমিনের বিকল্প অনেক

মুস্তাফিজের আগমনের আগেও দেশের সেরা পেসার ছিলেন রুবেল হোসেন। আল-আমিনও ছিলেন অন্যতম ভরসা, মূল বোলার হিসেবে খেলেছেন বেশ কিছু ম্যাচে। অথচ বছর দেড়েকের মধ্যেই এ দুই পেসারকে প্রায় বাতিলের খাতায় ফেলে দিয়েছেন নির্বাচকরা। একই অবস্থা প্রতিভাবান অলরাউন্ডার নাসির হোসেনেরও। 'ফিনিশার' খেতাব পাওয়া নাসির এখন মূল একাদশ তো দূরে, দেশীয় ক্রিকেটের সেরা ২২ জনের মধ্যেও জায়গা পান না। আসন্ন নিউজিল্যান্ড সফরকে লক্ষ্য রেখে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় আয়োজিত প্রস্তুতি ক্যাম্পের জন্য যে দলটি ঘোষণা করেছে, তাতে জায়গা হয়নি নাসির-রুবেল-আল-আমিনদের। কী কারণে তারা বাদ পড়লেন, তার কিছু ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেই ব্যাখ্যার পরও রয়ে গেছে অনেক প্রশ্ন...

আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণার সময় আল-আমিনকে বাদ দেওয়ার যুক্তি হিসেবে মিনহাজুল আবেদীন বলেছিলেন তার ফিটনেস ঘাটতির কথা। পাশাপাশি তার ফিল্ডিং দুর্বলতার কথাও বলেছিলেন। এবার নিউজিল্যান্ড সিরিজের ২২ জনের দল থেকে বাদ দেওয়ার জন্য যুক্তি দেখানো হলো ভালো বিকল্পর, 'মাশরাফি-তাসকিন আছে। মুস্তাফিজকেও পাওয়া যাবে বলে আশা করছি। এদিকে চোট কাটিয়ে শহীদ ফিরেছে। আর শফিউল তো খুব ভালো করছে আমাদের মতে। বেশ ছন্দে আছে। শুভাশীষ ওই কন্ডিশনে যথেষ্ট ভালো করতে পারে বলে আমাদের ধারণা।' এভাবে নানান যুক্তিতে আল-আমিন বাদ পড়ছেন বারবার। এমনিতে টেস্টের জন্য আল-আমিন বিবেচিত হতেন না। দুই বছর ধরেই তাকে সাদা পোশাকের ক্রিকেটে ডাকা হয় না। টেস্ট তার পারফরম্যান্স রুবেলের মতোই, ৬ টেস্টে নিয়েছেন মাত্র ৬ উইকেট। তবে সীমিত ওভারের ক্রিকেটে সব সময়ই বল হাতে উজ্জ্বল তিনি। ২০১৪ সালে স্পিন-আক্রমণের মাঝেও আল-আমিন নিয়েছিলেন ৩২ উইকেট। টি২০ ক্রিকেটে এখনও বাংলাদেশের সর্বোচ্চ উইকেট পাওয়া পেসার তিনি। তবে তার বিকল্প হিসেবে যারা এসেছেন, তারাও দলে ডাক পাওয়ার মতোই। নিউজিল্যান্ডের কন্ডিশনে কমপক্ষে তিন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ। মাশরাফি-মুস্তাফিজ আর তাসকিন অটোমেটিক চয়েজ হওয়ার পর অন্যদের সম্ভাবনা পড়ে যায় পিচের নির্ভরতায়। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের পছন্দে শফিউল ইসলাম আপাতত উতরে গেছেন। এ ছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা শুভাশীষকে ভবিষ্যতের বিবেচনায় এখনই ওই কন্ডিশনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায় বিসিবি। সব মিলিয়েই অনেক বিকল্পের ভিড়ে আল-আমিন চলে গেছেন পেছনের কাতারে।

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)