JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

হাসপাতালে অভিনেতা শাহীন আলম!

বিবিধ বিনোদন 7th Nov 2016 at 8:24am 507
হাসপাতালে অভিনেতা শাহীন আলম!

এক সময়ের আলোচিত অভিনেতা শাহীন আলম বর্তমানে পর্দায় অনিয়মিত। জানা গেছে, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

গত ৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ অভিনেতাকে দেখতে আসেন চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ও অভিনেতা ওমর সানি।

ওমর সানি বলেন, 'শাহীন আমার খুব ভালো বন্ধু'। গতকাল আমি তাকে দেখতে গিয়েছিলাম। ওর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছি। আগের তুলনায় এখন কিছুটা সুস্থ আছে।

১৯৯১ সালে শাহীন আলমের প্রথম সিনেমা 'মায়ের কান্না' মুক্তি পায়। এরপর অসংখ্য সিনেমায় কাজ করেছেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নিজেকে পর্দার আড়ালে রেখেছেন শাহীন আলম। ব্যবসা-বাণিজ্য ও পরিবার নিয়েই সময় কাটছে তার।


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)