JanaBD.ComLoginSign Up

অক্ষয়ের টয়লেট সেলফি ভাইরাল!

বিবিধ বিনোদন 7th Nov 2016 at 11:24am 526
অক্ষয়ের টয়লেট সেলফি ভাইরাল!

সেলফি তোলার জায়গার কি এতই অভাব যে বাড়ির টয়লেটে গিয়ে তা তুলতে হবে? অক্ষয়ের সেলফি দেখে প্রথমে এমন প্রশ্নই আসবে মনে। সব তো ঠিকই চলছিল। তা হঠাৎ নিজের টয়লেটের ছবি কেন সোশাল মিডিয়ায় পোস্ট করলেন অক্ষয় কুমার?

আসলে অক্ষয়ের আসন্ন ছবি 'টয়লেট এক প্রেম কথা'র শুটিং শুরু হয়ে গেল। আর তার প্রথম দৃশ্যের শুটিং হলো টয়লেটেই। একই ছবিতে অক্ষয়ের সঙ্গে রয়েছেন ভূমি পেডনেকার।

এ দিন ছবি পোস্ট করে অক্ষয় লিখেছেন, "ভূমি এবং আমার পক্ষ থেকে সুপ্রভাত। 'টয়লেট এক প্রেম কথা'র সেট থেকে এই ছবি পাঠাচ্ছি। আপনাদের সকলের শুভ কামনা চাইছি।"

এর আগে 'দম লাগাকে হাইসা' ছবিতে নজর কেড়েছিলেন ভূমি। এর পর এ ছবিতেও তার পারফর্মেন্স দেখার অপেক্ষায় থাকবেন দর্শক।

সূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 3 - Rating 3.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)