JanaBD.ComLoginSign Up

শাহরুখের সাফল্যে যার অবদান

বিবিধ বিনোদন 9th Nov 2016 at 4:33pm 531
শাহরুখের সাফল্যে যার অবদান

বলিউডের রোমান্টিক কিং শাহরুখ খান। তার এই রোমান্টিক কিং হওয়ার পেছনে যার অবদান তিনি যশ চোপড়া। কারণে তার সিনেমায় অভিনয় করেই এ তকমাটা পেয়েছেন শাহরুখ।

এতদিন বলা হয়ে আসছিল, শাহরুখের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান যশ চোপড়ার।

তবে লেখক-নির্মাতা সামার খানের মতে, শাহরুখের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান লেফটেন্যান্ট কর্ণেল আর. কে কাপুরের। যিনি শাহরুখকে টেলিভিশন সিরিজ ‘ফৌজি’তে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন।

বলিউডে অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করেছেন শাহরুখ খান। সোনালী কোকরার সঙ্গে ‘এসআরকে টুয়েন্টি ফাইভ ইয়ার্স অব অ্যা লাইফ’ শিরোনামের বই লিখছেন লেখক-নির্মাতা সামার খান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখ ভক্তদের সঙ্গে আলাপচারিতার সময় এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘যে পরিচালক শাহরুখকে আবিষ্কার করেছেন এবং ইন্ড্রাস্টিকে দিয়েছেন তিনি কর্ণেল কাপুর। আমার মতে, তাকে ছাড়া আমরা শাহরুখকে পেতাম না। তিনিও আমার বইয়ের অংশ।’

দীর্ঘ ২০ বছর যাবৎ শাহরুখকে চেনেন সামার। ইংলিশ বাবু দেশি মেম সিনেমার সেটে প্রথম শাহরুখের সঙ্গে তার দেখা হয়। বইটি লিখতে চার বছর সময় লেগেছে বলে জানান এ লেখক।

বইটিতে শাহরুখ খান এ যাবৎ যে সকল ‍নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তাদের প্রায় সকলের সাক্ষাৎকার রয়েছে।

তথ্যসূত্রঃ আজকাল

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)