JanaBD.ComLoginSign Up

মোট সম্পত্তির নিরিখে বিশ্বের ধনীতম ১০ ক্রিকেটার

খেলাধুলার বিবিধ 11th Nov 16 at 7:04pm 1,689
মোট সম্পত্তির নিরিখে বিশ্বের ধনীতম ১০ ক্রিকেটার

ক্রিকেটের বাইশ গজের যুদ্ধে ক্রিকেটীয় বিনোদনের চেয়েও এখন টাকার মূল্য বেশি হয়ে দাঁড়িয়েছে। টেস্ট, ওয়ানডে তো রয়েইছে।

আইপিএল, বিপিএল ও সিপিএলের হাত ধরে ক্রিকেটকে যেন বেশ কয়েক গোলেই হারিয়ে দিচ্ছে টাকা। ক্রিকেট থেকে রোজগার তো বটেই, বিজ্ঞাপন বাবদ আয়ও কম নয় ক্রিকেটারদের।

এই তালিকায় রয়েছে একাধিক ভারতীয় ক্রিকেটার। সেই সঙ্গে রয়েছে বেশ কিছু বিদেশি খেলোয়াড়ও। এক নজরে দেখে নেওয়া যাক মোট সম্পত্তির নিরিখে বিশ্বের ধনীতম ১০ ক্রিকেটার কারা।

১০) এবি ডিভেলিয়ার্স: (৪ মিলিয়ন ইউএস ডলার)
দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারটি তালিকার দশ নম্বরে রয়েছে। বছরে তার আয় ৪ মিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে ২ মিলিয়ন আসে বেতন হিসেবে। অন্য ২ মিলিয়ন এনডোর্সমেন্ট থেকে। ক্রিকেটের সুপারম্যান নামে বিখ্যাত এবি গোটা বছর জুড়ে এই অর্থ রোজগার করেন।

৯) কেভিন পিটারসেন: (৪.৫ মিলিয়ন ইউএস ডলার)
বেতন থেকে তিন মিলিয়ন ডলার ও এনডোর্সমেন্ট থেকে ১.৫ মিলিয়ন ডলার আয় করেন কেভিন পিটারসেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলা হওয়ার পর শুধুমাত্র টি-২০ টুর্নামেন্টগুলি খেলেন কেপি। তাই থেকেই এত অর্থ রোজগার করেন এই ইংলিশ ক্রিকেটার। সব মিলিয়ে ধনীতম ক্রিকেটারের তালিকায় নয় নম্বরে রয়েছেন তিনি।

৮) যুবরাজ সিং: (৫ মিলিয়ন ইউএস ডলার)
ক্যান্সারজয়ী ভারতের এই বাঁহাতি ক্রিকেটারটি ধনীতম ক্রিকেটারের তালিকায় ৮ নম্বরে রয়েছেন। তাঁর বার্ষিক আয় ৫ মিলিয়ন ইউএস ডলার। এই রোজগারের মধ্যে ১.৫ মিলিয়ন ডলার তিনি আয় করেন পারিশ্রমিক হিবে। বাকিটা আসে এনডোর্সমেন্ট। আইপিএলে তাঁর আয় ১৬ কোটি থেকে ৭ কোটি হয়ে গেলেও, এনডোর্সমেন্ট থেকে নিজের আয় অনেকটাই বাড়িয়ে নিয়েছেন।

৭) রোহিত শর্মা: (৫ মিলিয়ন ইউএস ডলার)
ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক হলেন এই রোহিত শর্মা। ধনীতম ক্রিকেটারের তালিকায় তিনি রয়েছেন সাত নম্বর স্থানে। রোহিতের বার্ষিক আয় ৫ মিলিয়ন ইউএস ডলার। এই মুহূর্তে আইপিএলে তিনি রয়েছেন মুম্বই ইন্ডিয়ন্সে। টিম ইন্ডিয়ার তিনি নিয়মিত সদস্য। রোহিতের মোট আয়ের তিন মিলিয়ন ডলার আসে বেতন থেকে। এনডোর্সমেন্ট তেকে আসে ২ মিলিয়ন ডলার।

৬) শেন ওয়াটসন: (৬ মিলিয়ন ইউএস ডলার)
রোজগারের ব্যাপারে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে তিনি সবার ওপরে। ধনীতম ক্রিকেটারের তালিকায় তিনি রয়েছেন ৬ নম্বর স্থানে। তাঁর মোট আয়ের ৫০ শতাংশ আসে বেতন হিসেবে। অন্য অর্ধেকটা তিনি পান এনডোর্সমেন্ট থেকে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ৯.৫ কোটি টাকার বিনিময়ে কিনেছে। সব মিলিয়ে ওয়াটসনের আয় বেশ ওপরের দিকেই রয়েছে।

৫) ক্রিস গেইল: (৭ মিলিয়ন ইউএস ডলার)
বছরে ৭ মিলিয়ন ইউএস ডলার পকেটে ঢোকান ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। এই অর্থের মধ্যে ৩ মিলিয়ন ডলার তিনি কামান এনডোর্সমেন্ট থেকে। অন্য ৪ মিলিয়ন ডলার আসে বেতন হিসেবে। পৃথিবীর এই অন্যতম সেরা ব্যাটসম্যানটি ধনীতম ক্রিকেটারের তালিকায় ওপরের দিকেই রয়েছেন। পৃথিবীর প্রায় সব টি-২০ লিগগুলিতেই তাঁকে দেখা যায়।

৪) গৌতম সম্ভীর: (৮ মিলিয়ন ইউএস ডলার)
বেশ কিছু বছর বাইরে থাকার পর ফের জাতীয় দলে ফিরেছেন গৌতম গম্ভীর। আর ধনীতম ক্রিকেটারের তালিকায় তিনি রয়েছেন চার নম্বর স্থানে। একটা সময় টিম ইন্ডিয়ার বাইরে থাকলেও, আইপিএল থেকে তাঁর আয় একটুও কমেনি। তাঁর মোট আয়ের আয়ের ৩.৫ মিলিয়ন ডলার আসে বেতন থেকে। বাকিটা তিনি রোজগার করেন এনডোর্সমেন্ট থেকে।

৩) বিরাট কোহলি: (১২ মিলিয়ন ইউএস ডলার)
টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এই তালিকার তিন নম্বরে রয়েছে। ৩ মিলিয়ন ডলার তিনি বেতন হিসেবে রোজগার করলেও, ৯ মিলিয়ন ডলার তিনি পান এনডোর্সমেন্ট থেকে।

২) শচিন তেন্ডুলকর: (১৮ মিলিয়ন ইউএস ডলার)
ক্রিকেট তেকে বেশ কিছু বছর আগে অবসর নিয়েছেন শচিন তেন্ডুলকর। তবে তাঁর রোজগারে এতটুকু এখনও টোল পড়েনি। ধনীতম ক্রিকেটারের তালিকায় তিনি তাই রয়েছেন দু’নম্বর স্থানে। ক্রিকেট ছাড়ার কারণে তাঁর এই পুরো আয়টাই এখন আসে এনডোর্সমেন্ট থেকে।

১) মহেন্দ্র সিং ধোনি: (৩১.৫মিলিয়ন ইউএস ডলার)
ক্রিকেটারদের মধ্যে ধনীতম হলেন মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয়, তিনি হলেন ২২তম ধনী ক্রীড়াব্যক্তিত্ব। সেরা ১০০’র তালিকায় তিনিই একমাত্র ক্রিকেটার। ক্রিকেটের সবথেকে বড় সেলিব্রিটির নাম এই এমনএস ধোনি। -স্পোর্টস উইকি

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
তোয়ালে খুলে গেইলের অসভ্যতা তোয়ালে খুলে গেইলের অসভ্যতা
3 hours ago 108
কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছাই জানালো না কোহলি কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছাই জানালো না কোহলি
Thu at 10:07am 153
আকাশছোঁয়া বেতনে বিস্ময় জাগানো ক্রিকেটাররা! আকাশছোঁয়া বেতনে বিস্ময় জাগানো ক্রিকেটাররা!
Thu at 8:48am 529
মেসি পরিবারে আসছে নতুন সদস্য মেসি পরিবারে আসছে নতুন সদস্য
Mon at 8:09pm 386
সেলিব্রিটি ক্লাসিকোতে জোড়া গোল করলেন ধোনি সেলিব্রিটি ক্লাসিকোতে জোড়া গোল করলেন ধোনি
Mon at 11:12am 280
বিকৃত যৌনমানসিকতার অধিকারী ছিলেন বক্সার আলি!‌ বিকৃত যৌনমানসিকতার অধিকারী ছিলেন বক্সার আলি!‌
Oct 14 at 2:39pm 428
ফুটবল মাঠে নিজেকে ‘রোনালদো’ মনে হয় কোহলির ফুটবল মাঠে নিজেকে ‘রোনালদো’ মনে হয় কোহলির
Oct 14 at 11:49am 352
সাবেক প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খেয়ে আলোচনায় নেইমার সাবেক প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খেয়ে আলোচনায় নেইমার
Oct 13 at 3:50pm 470

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন

সম্পর্ক ভাঙার সময় এসেছে! কোন লক্ষণগুলি দেখে বুঝবেন
কে হচ্ছেন ফিফার বর্ষসেরা?
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় দলে মুরালি
ক্যান্সার আক্রান্ত রোগীর শেষ ইচ্ছা পূরণ করবেন শাহরুখ খান
পাকিস্তান সফর নিয়ে চরম জটিলতা; লঙ্কান কোচ-ফিজিওর অস্বীকৃতি
কিমের পরীক্ষায় ক্লান্ত, পর্বত বদলাচ্ছে জায়গা
ম্যাচে হেরে যা বললেন কোহলি
জিনরা কি মিষ্টি খায়?