JanaBD.ComLoginSign Up

আমির খানের দঙ্গল ছবির প্রথম গান প্রকাশ!

সিনেমা জগৎ 12th Nov 2016 at 9:15pm 435
আমির খানের দঙ্গল ছবির প্রথম গান প্রকাশ!

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন ছবি দঙ্গলের প্রচারণার কাজে। তবে এর মাঝেই মুক্তি দেয়া হলো ছবিটির প্রথম গান।

‘হানিকারক বাপু’ শিরোনামে প্রকাশিত গানটি নজর কেড়েছে দর্শকদের। চমকপ্রদ গানটির কথা এবং পর্দায় আমির খানের উপস্থিতি বেশ বিনোদন জুগিয়েছে দর্শকদের।

গানটির কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর-সংগীত পরিচালনায় ছিলেন প্রীতম। গানটিতে কণ্ঠ দিয়েছেন সারওয়ার খান ও সারতাজ খান বর্না। সুরকার প্রীতম জানিয়েছেন, গানটি শুনে শ্রোতারা নস্টালজিক হয়ে পড়বেন এবং দুরন্ত শৈশবের স্মৃতিগুলোই সামনে ভেসে আসবে।

উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর পর্দায় মুক্তি পেতে যাচ্ছে মহাবীর পোগত সিংকে নিয়ে নির্মিত আমির খানের দঙ্গল।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)