JanaBD.ComLoginSign Up

নিউজিল্যান্ডে ফের শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক 14th Nov 2016 at 9:17am 197
নিউজিল্যান্ডে ফের শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে নতুন করে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় (বাংলাদেশ পৌনে সকাল পৌনে ৭টা) এ ভূমিকম্প আঘাত হানে। খবর বিবিসির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে নতুন করে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। ক্রাইস্টচার্চ শহরের উত্তর-পূর্বে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর কয়েক ঘণ্টা আগে একই জায়গায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দু'জন নিহত হয়। পরে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়।

দেশটির পূর্ব উপকূলে কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করেছে এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

ভূমিকম্প পরবর্তী সময়ে শক্তিশালী কয়েকটি আফটারশক অনুভূত হয়। এর ফলে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রথম ভূমিকম্পের পর সমুদ্র উপকূলে দুই মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হয়। এরপর কয়েকটি জায়গায় সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যম জানিয়েছে, ১০০ বছর বয়সী একজন বৃদ্ধা ও তার পুত্রপধূকে তাদের ধসে পড়া বাড়ি থেকে জীবিত উদ্ধার করা হয়। পুত্রবধূর স্বামী মারা গেছেন।

ভূমিকম্পের পর আফটারশক চলতে থাকায় হাজার-হাজার স্থানীয় বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান করছেন।

এরআগে ২০১১ সালে ক্রিসচার্চে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮৫ জন নিহত হয়। এখনও সে ভূমিকম্পের ক্ষত কাটিয়ে উঠতে পারেনি শহরটি।

প্রশান্ত মহাসাগরে ঘনঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য ভয়ংকর 'রিং অব ফায়ার'র ওপর রয়েছে নিউজিল্যান্ড।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)