JanaBD.ComLoginSign Up

বাংলা ছবিতে আসছে যে নতুন ৮টি জুটি

সিনেমা জগৎ 14th Nov 2016 at 11:57am 961
বাংলা ছবিতে আসছে যে নতুন ৮টি জুটি

বাংলা ছবিতে আসছে নতুন ৮টি জুটি। এদের সবাই এই সময়ের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। এবার দেখুন কারা সেই জুটি?

১. মিমির পরে জশ এবার জুটি বেঁধেছেন নুসরতের সঙ্গে, বীরসা দাশগুপ্তের পরবর্তী ছবিতে। এখনও অবশ্য শুরু হয়নি শ্যুটিং। ছবির নামও ঠিক হয়নি।

২. দেব ও তাঁর প্রিয় বান্ধবী রুক্মিণীকে দেখা যাবে রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’-এ। নভেম্বরের শেষ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা।

৩. পরিচালক-অভিনেতা অর্ক সিংহের বিপরীতে দেখা যাবে প্রিয়ঙ্কাকে, অর্কর ছবি ‘নীলাঞ্জনা’।

৪. সাহেব ভট্টাচার্য ও তনুশ্রী জুটি বেঁধেছেন পরিচালক সুমন মৈত্রের পরবর্তী ছবি ‘গডআঙ্কল’-এ। এখন চলছে শ্যুটিং।

৫. বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা যাবে শুভশ্রীকে একটি ইন্দো-বাংলাদেশ জয়েন্ট প্রোডাকশন ছবিতে।

৬. শুভশ্রীর সাম্প্রতিক হিরো ওম জুটি বেঁধেছেন বাংলাদেশের বিদ্যা সিংহ সাহা মিমের সঙ্গে। পরিচালক সৈকত নাসিরের ছবি এবং এটিও ইন্দো-বাংলাদেশ প্রোডাকশন।

৭. রবি কিনাগীর পরবর্তী ছবি ‘৫০% লাভ’-এ সায়ন্তিকার বিপরীতে রয়েছেন বাংলার দুই নায়ক— অঙ্কুশ ও সোহম।

৮. মিমি ও যিশু সেনগুপ্তের জুটিকে দেখা যাবে শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের পরবর্তী ছবি ‘পোস্ত’-তে। ডিসেম্বর থেকে শুরু হবে শ্যুটিং। -এবেলা।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)