JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে ধর্ষণের আহ্বান

আন্তর্জাতিক 14th Nov 2016 at 3:20pm 671
ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে ধর্ষণের আহ্বান

মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়াকে ধর্ষণের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা, যিনি মিশেল ওবামার পরবর্তী মার্কিন ফার্স্ট লেডি হবেন। গত শনিবার ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে 'রেইপ মেলানিয়া' লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে এ আহ্বান জানানো হয়।

৮ নভেম্বর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটনকে হারিয়ে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। তবে বিতর্কিত এই ব্যবসায়ীকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে পারেনি দেশটির অনেক জনগণ। এরপরই রাজপথে প্রদর্শন করেন তারা। সেই বিক্ষোভে এই প্ল্যাকার্ড পদর্শন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়ে ওঠা এক ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা 'রেইপ মেলানিয়া' লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। ছবিটি ভাইরাল হয়ে ওঠার পর অনেক টুইটার ইউজার সেটিকে ট্রেন্ডিং টপিক হিসেবে নিজেদের ফিডে দেখতে পান।

বিষয়টি বিতর্কিত হওয়ার কারণে সেটিকে বাদ দেয়ার দাবি উঠলেও আলোচিত বিষয় হয়ে ওঠার কারণে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি তা সরিয়ে ফেলেনি।

এদিকে রেইপ মেলানিয়া ট্রেন্ডিং হওয়ার বিষয়ে টুইটার কর্তৃপক্ষ ওয়াশিংটন পোস্টকে জানায়, বিষয়টি এমন নয় যে, এর মাধ্যমে যৌন নির্যাতনকে উৎসাহ দেয়া হয়েছে বরং বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডের ভাষার নিন্দা জানানো হয়েছে।

তথ্যসূত্রঃ ওয়াশিংটন পোস্ট

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 3 - Rating 6.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)