JanaBD.ComLoginSign Up

কেমন আছে সালমান খানের ভাগনে আহিল..?

বিবিধ বিনোদন 18th Nov 2016 at 4:54pm 426
কেমন আছে সালমান খানের ভাগনে আহিল..?

বলিউড সুপারহিরো সালমান খানের ভাগনে আহিলের জন্ম হয়েছে এ বছরের মার্চ মাসে। জন্মের পর থেকেই মামার চোখের মণি হয়ে উঠেছে আহিল। সালমান ভাগনেকে একটু বেশিই আদর দিচ্ছেন।

গত রোববার বড় ভাই সালমানের কাছে ছেলেকে রেখে একটু বাইরে গিয়েছিলেন অর্পিতা। সারা দিন আহিল সালমানের কাছেই ছিল। সে সময় ছোট্ট আহিল চেয়েছে বলে সালমান তার হাতের প্রিয় ব্রেসলেটটি ওকে খুলে দিয়েছেন।

যে ব্রেসলেটটি নাকি সালমানের সৌভাগ্যের চাবি। আর তাই সব সময় সালমানের হাতে শোভা পায়, কিন্তু এখন তা আহিলের নতুন খেলনায় পরিণত হয়েছে। সালমান খানের ব্রেসলেট নিয়ে খেলছে তার ভাগনে আহিল। বাড়ি ফিরে মামা-ভাগনের এই কাণ্ড দেখে অর্পিতা তো অবাক।

এমন সময় ছেলের কিছু ছবি তুলে তিনি তখনই ইনস্টাগ্রামে প্রকাশ করেন। আর মজা করে সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘আমি বাড়িতে না থাকলেই সবকিছু মুখে ঢোকানো যাবে না। মামা, খালা আর খালু মিলে ওকে বড্ড বেশি প্রশ্রয় দিচ্ছে।’

সূত্রঃ সময়ের কন্ঠস্বর

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)