JanaBD.ComLoginSign Up

যৌনমিলন না করলে ভাল ফুটবল খেলা যায় না, বলছেন পেপ

খেলাধুলার বিবিধ 21st Nov 2016 at 8:15am 648
যৌনমিলন না করলে ভাল ফুটবল খেলা যায় না, বলছেন পেপ

ভাল ফুটবল খেলতে হলে স্ত্রী বা বান্ধবীর সঙ্গে নিয়মিত যৌনমিলন করা উচিত ফুটবলারদের। বক্তার নাম? পেপ গুয়ার্দিওলা।

সম্প্রতি এক ফরাসি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রাক্তন ম্যান সিটি স্ট্রাইকার সামির নাসরি জানিয়েছিলেন, ফুটবলারদের যৌনমিলন নিয়েও নিষেধাজ্ঞা জারি করেছেন গুয়ার্দিওলা। তিনি আরও জানিয়েছিলেন, বার্সেলোনায় থাকাকালীন এই অনুশাসনেই পেপ ফিট করে তুলেছিলেন লিওনেল মেসিকে!

কিন্তু সেই দাবি রাতারাতি খারিজ করে দিয়েছেন গুয়ার্দিওলা। তিনি বলেছেন, ‘পার্টনারের সঙ্গে সেক্স না করলে মাঠে সেরা ফুটবল খেলা অসম্ভব। আমি অন্তত কোনোদিন এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করিনি বা করব না।’

এদিকে, ম্যান সিটির ডিফেন্ডার জন স্টোন্সের জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ইংল্যান্ড ম্যানেজার গ্লেন হড্‌ল। তিনি জানিয়েছেন, গুয়ার্দিওলার অতিরিক্ত প্রশ্রয়ে স্টোন্স নিজের ফুটবলই ভুলে গেছেন।

তবে সেই ব্যাখ্যা খারিজ করে দিয়েছেন পেপ। শনিবার ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। জোড়া গোল করেছেন ইয়াইয়া তোরে। সাউদাম্পটনের সঙ্গে ম্যাচ ড্র করেও লিগ টেবিলের শীর্ষেই থেকে গেছে লিভারপুল।

সূত্র: ‌আজকাল

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)