JanaBD.ComLoginSign Up

দেড় বছর পর একসঙ্গে সাইমন-পরী

সিনেমা জগৎ 21st Nov 2016 at 5:58pm 257
দেড় বছর পর একসঙ্গে সাইমন-পরী

সাইমন-পরী জুটির প্রথম সিনেমা ‘রানা প্লাজা’। কয়েকবার মুক্তির তারিখ নির্ধারিত হলেও আইনি জটিলতায় সিনেমাটি আটকে আছে। এর পর দুটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। এর মধ্যে ‘পুড়ে যায় মন’সিনেমাটি মুক্তি পেয়েছে। ‘নদীর বুকে চাঁদ’ শিরোনামের অন্য সিনেমার শুটিং থেমে থেমে চলছে।

আগামী ৫ ডিসেম্বর আবারো এ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। দীর্ঘ দেড় বছর পর এ জুটি একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন। সাখাওয়াত হোসেন পরিচালিত এ সিনেমায় নদীর ভূমিকায় অভিনয় করছেন পরীমনি ও চাঁদের ভূমিকায় দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে।

এ প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর এ সিনেমার শুটিং করব। এ লটের শুটিং শেষ হলে শুধু গানের কাজ বাকি থাকবে।’

সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে-মেয়ে। ছেলেটির নাম চাঁদ আর মেয়েটির নাম নদী। এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ রকম রোমান্টিক ঘরানার গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি। গল্পটি ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

তথ্যসূত্রঃ বিডি-প্রতিদিন

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)