JanaBD.ComLoginSign Up

কিমের ভক্তদের জন্য সুখবর!

বিবিধ বিনোদন 22nd Nov 2016 at 5:50pm 244
কিমের ভক্তদের জন্য সুখবর!

অবশেষে দেখা দিতে চলেছেন কিম কার্দাশিয়ান। প্যারিসে ডাকাতি কাণ্ডের পর এতদিন দেখা যায়নি এই সেলিব্রেটিকে।

সিপ্রিয়ানি ওয়াল স্ট্রিটে বাবা প্রয়াত রবার্ট কার্দাশিয়ানকে শ্রদ্ধা জানাতে তিরিশোর্দ্ধ এই সেলেব উপস্থিত থাকবেন।

সঙ্গে থাকবেন তার মা ক্রিস, তার ভাই বোনেরা, রব, কোর্টনি এবং ক্লোয়ি।

উল্লেখ্য, প্যারিসে একটি ফ্যাশন ইভেন্টে যোগ দিতে মা এবং বোনের সঙ্গে প্যারিস গিয়েছিলেন কিম। সেখানে এক বিলাস বহুল আবাসনে ছিলেন তিনি। সেখানে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন তিনি। পুলিশের ছদ্মবেশে কিমের ঘরে ঢোকে দুই ব্যক্তি। মুখোশধারি ওই দুই ব্যক্তি কিমকে বন্দুক দেখিয়ে আক্রমন করে, যদিও পরে জানা যায়, কিমের কোনো ক্ষতি হয়নি।

এই ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা, পুলিশি তদন্তও হয়। তারপর থেকে কিমের কোনো রকম পাবলিক অ্যাপিয়ারেন্সের খবর পাওয়া যায়নি। সমগ্র বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্তও ছিলেন তিনি।

তবে অবশেষে তার ভক্তেরা ফের দেখতে পাবেন এই সেলিব্রেটিকে। প্রয়াত বাবাকে শ্রদ্ধা জানাতে খুব শিগগিরই একটি অনুষ্ঠানে যোগদান করবেন কিম কার্দাশিয়ান।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)