JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

আরও উন্নতমানের ডুয়েল ক্যামেরায় আসবে আইফোন ৮

মোবাইল ফোন রিভিউ 23rd Nov 2016 at 2:24pm 425
আরও উন্নতমানের ডুয়েল ক্যামেরায় আসবে আইফোন ৮

অ্যাপলের নতুন আইফোন বাজারে আসতে আরও অনেক দেরি। কিন্তু প্রযুক্তি দুনিয়াতে ইতোমধ্যে শুরু হয়ে গেছে আইফোন ৮ নিয়ে গুঞ্জন।

সেই সঙ্গে ফাঁস হচ্ছে ফোনটির নানা তথ্য। চীনভিত্তিক কেজিআই সিকিউরিটিজের তথ্য অনুযায়ী, পরবর্তী আইফোনে থাকবে ডুয়েল ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সুবিধা।

যদিও আইফোন ৭ প্লাসে রয়েছে ডুয়েল ক্যামেরা। তবে আইফোন ৮ এ ক্যামেরার আরও উন্নয়ন ঘটানো হবে। এতে থাকতে পারে টেলিফটো জুম লেন্স এবং আলাদা ওআইসি ফিচার।


আরেকটি গুঞ্জনে শোনা যাচ্ছে, ৫.১, ৫.৫ এবং ৪.৭ ইঞ্চির তিনটি ডিসপ্লে আকারে বাজারে আসতে পারে আইফোন ৮। বরাবরের মতই থাকবে উন্নত প্রসেসর। তবে এবার বাড়তে পারে র‍্যাম।

চিরচেনা ৩.৫ এমএম হেডফোন জ্যাক থাকবে না। এছাড়া থাকবে পানিরোধক সুবিধা। মূলত পূর্বের মত ডিজাইন বা ফিচার থাকলেও তথ্য অনুযায়ী অ্যাপলের নজর উন্নতমানের ক্যামেরার দিকে।

আগমী বছর সেপ্টেম্বর মাসে প্রতিবারের মত ঘোষণা আসতে পারে নতুন আইফোনের। এখন অপেক্ষা শুরু অ্যাপল ভক্তদের।

Googleplus Pint
Like - Dislike Votes 11 - Rating 4.5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)