JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

‘চাচ্চু ২’ ছবিতে অভিনয় করছেন না দীঘি

সিনেমা জগৎ 24th Nov 2016 at 6:10pm 924
‘চাচ্চু ২’ ছবিতে অভিনয় করছেন না দীঘি

ছোটো তারকা দীঘি দেখতে দেখতেই বড় হয়েছেন। শুরুতে গ্রামীণফোনের ময়না পাখি শিরোনামের একটি বিজ্ঞাপনে ক্ষুদে শিল্পীর ভূমিকায় মডেল হয়ে দেশে তুমুল হইচই ফেলে দেন। চলতি বছরেই জেএসসি পরীক্ষা দিয়েছে এই ক্ষুদে তারকা।

লাইমলাইটে চলে আসা দীঘিকে নিয়ে এফ আই মানিক ‘চাচ্চু’ নামের ছবি নির্মাণ করেন। যা ঢাকাই চলচ্চিত্রে নতুন করে পরিচয় করিয়ে দেয় দীঘিকে। ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবিটি হয়ে ওঠে সে বছরের সেরা ব্যবসা সফল ছবি।

কিন্তু দীঘি আপাতত অভিনয় থেকে দূরেই থাকতে চান। নির্মিত হতে যাচ্ছে ‘চাচ্চু ২’ ছবিতে দীঘি থাকছেন না। তার জায়গায় নতুন কাউকে খোঁজা হচ্ছে, জানান ছবির প্রযোজক ডিপজল।

তিনি বলেন, দীঘি এখন বড় হয়েছে। তাছাড়া অভিনয় থেকে আপাতত দূরে থাকতে চায় সে। তাই আমরা দীঘির পরিবর্তে অন্য কাউকে খুঁজছি। ডিসেম্বরে শুটিং। আশা করছি, এর আগেই দীঘির মতো কাউকে পেয়ে যাব।

২০১০ সালে পি এ কাজল দীঘিকে নিয়ে নির্মাণ করেন ‘চাচ্চু আমার চাচ্চু’। সে ছবিও সফল হয়। এরপর দীঘি পর্দায় না এসে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

সূত্রঃ বিডিলাইভ২৪

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 7 - Rating 5.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)