JanaBD.ComLoginSign Up

বনিবনা হচ্ছে না কিরণ-আমিরের!

বিবিধ বিনোদন 25th Nov 2016 at 8:37am 238
বনিবনা হচ্ছে না কিরণ-আমিরের!

কিরণ রাও আর আমির খানকে বহুদিন পর দেখা গেল না একসঙ্গে। কিরণ ব্যস্ত থাকলেন হলিউড ফিল্ম ‘‌লা লা ল্যান্ড’‌-এর ভারতে প্রিমিয়ার অনুষ্ঠানে। আর আমির থাকলেন বড়দিনে মুক্তি পাওয়া ‘‌দঙ্গল’‌-এর প্রমোশনে। তা থেকেই টিনসেল টাউনে জল্পনা ছড়িয়েছে তাহলে কি বনিবনা হচ্ছে না কিরণ-আমিরের।

আসলে তা নয়, কিরণ মনে করেন আমিরের থেকেও বড় অভিনেতা ‘‌দ্য নোটবুক’‌ খ্যাত রায়ান গসলিং। কিরণ জানিয়েছেন, সচেতনভাবেই তিনি ‘‌লা লা ল্যান্ড’‌ দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সচেতনভাবেই।

দঙ্গলের জন্য ২৫ কিলোগ্রাম ওজন বাড়িয়েছেন ৫১ বছর বয়সী আমির। ৯৫ কিলো ওজনের নতুন আমির হরিয়ানার এক কুস্তি প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন। গীতা এবং ববিতা ফোগাতের জীবনের লড়াই নিয়ে এই সিনেমা।

তথ্যসূত্রঃ আজকাল

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)