JanaBD.ComLoginSign Up

বিরাট নন আনুশকার চোখে সুদর্শন অন্য কেউ

বিবিধ বিনোদন 25th Nov 2016 at 3:45pm 420
বিরাট নন আনুশকার চোখে সুদর্শন অন্য কেউ

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার প্রেমের গুঞ্জন নতুন নয়। তবে এ অভিনেত্রীর চোখে বিরাট নন ভারতের সবচেয়ে সুদর্শন পুরুষ অন্য কেউ।

২০০৮ সালে রাব নে বানা দি জোড়ি সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন আনুশকা শর্মা।

এরপর পিকে সিনেমায় আমির খান এবং সর্বশেষ সুলতান সিনেমায় সালমান খানের মতো তারকা অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

কিন্তু খানত্রয়ীর চেয়ে অক্ষয় কুমারকে এগিয়ে রেখেছেন আনুশকা। এ অভিনেত্রীর চোখে বলিউডের সবচেয়ে সুদর্শন পুরুষ রুস্তম খ্যাত এ অভিনেতা।

একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা শর্মা বলেন, ‘আমার কাছে বলিউডের সবচেয়ে সুদর্শন ব্যক্তি অক্ষয় কুমার। তিনি বলিউডের জর্জ ক্লুনি। তাই সবকিছুতেই তাকে ভালো মানায়।’

বলিউডের সবচেয়ে ফিট অভিনেতাদের একজন অক্ষয় কুমার। সিনেমায় চরিত্রের প্রয়োজনে মাঝে মাঝে ভাঙেন এবং গড়েন এ অভিনেতা। অক্ষয়ের সঙ্গে পাতিয়ালা হাউস সিনেমায় অভিনয় করেছেন আনুশকা।

আনুশকা অভিনীত সর্বশেষ সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল। বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করছে সিনেমাটি। অন্যদিকে জলি এলএলবি-টু সিনেমার শুটিং শেষ করেছেন অক্ষয়।

এছাড়া ক্র্যাক, টয়লেট-এক প্রেম কথা এবং বহুল প্রতীক্ষিত রোবট-টু বা ২.০ সিনেমায় দেখা যাবে তাকে। -রাইজিংবিডি

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 7 - Rating 4.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)