JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

বয়ফ্রেন্ডের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ দেখলেন জানভি

বিবিধ বিনোদন 25th Nov 2016 at 5:03pm 466
বয়ফ্রেন্ডের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ দেখলেন জানভি

শিখর পাহাড়িয়া ও জানভি কাপুর, পাশে শ্রীদেবী

বলিউডের আলোচিত তারকা সন্তানদের মধ্যে একজন শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জানভি কাপুর। শোনা যাচ্ছে, খুব শিগগিরই করণ জোহরের সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন তিনি।

বলিউডে পা না রাখলেও এরই মধ্যে নানা কারণে খবরে আসেন জানভি। তার মধ্যে রয়েছে ভারতের সাবেক ইউনিয়ন মিনিস্টার সুশীল কুমার সিন্ধের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের খবর।

সম্প্রতি গৌরি শিন্ডে পরিচালিত এবং শাহরুখ খান ও আলিয়া অভিনীত ডিয়ার জিন্দেগি সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বলিউডের অনেক তারকা অভিনয়শিল্পীরা হাজির হয়েছিলেন। শ্রীদেবী কন্যা জানভি এবং তার কথিত প্রেমিক শিখরও এসেছিলেন। গাড়িতে পাশাপাশি বসে সিনেমাটি দেখতে আসেন তারা। এমনকি এ সময় গাড়িতে শ্রীদেবী ও বনি কাপুরও ছিলেন। গাড়ির পেছনের সিটে বসে ছিলেন শিখর, জানভি ও শ্রীদেবী। আর বনি কাপুর ছিলেন সামনের সিটে।

কিছুদিন আগে জানভি এবং শিখরের চুমুর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এরপর শোনা যায়, ছবি দেখে ভীষণ চটেন শ্রীদেবী। কোনো বয়ফ্রেন্ড রাখা যাবে না মেয়েকে এমন শর্ত দিয়েছেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে, তা মোটেও সত্য নয়। তবে কী মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিয়েছেন শ্রীদেবী-বনি?

জানভির বলিউডে অভিষেক নিয়ে অনেক গুঞ্জনই শোনা গেছে। কিন্তু কোনোটিই শেষ পর্যন্ত বাস্তব হয়নি। তবে সম্প্রতি বনি কাপুর জানিয়েছেন, করণ জোহরের সিনেমাতে অভিনয় করবেন জানভি। সিনেমাটি হতে পারে মারাঠি সিনেমা সাইরাত’র হিন্দি রিমেক।

তথ্যসূত্রঃ আজকাল

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)