JanaBD.ComLoginSign Up

‘ডিয়ার জিন্দেগি’র শুভ সূচনা

সিনেমা জগৎ 26th Nov 2016 at 6:39pm 362
‘ডিয়ার জিন্দেগি’র শুভ সূচনা

হিন্দুস্তান টাইমস জানায়, সিনেমাটি ভারতজুড়ে প্রায় ১২০০ স্ক্রিনে মুক্তি পেয়ে প্রথম দিনশেষে ঘরে তুলেছে ৮ কোটি ৭৫ লাখ রুপি। যুক্তরাষ্ট্রে গত দুদিনের আয়টাও মন্দ নয়, ২ কোটি ৭৫ লাখ রুপি। সিনেমাটির মোট বাজেট ৩০ কোটি রুপি।

বলিউডের বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ তার টুইটে জানিয়েছেন, “ ‘ডিয়ার জিন্দেগি’ দারুণ সূচনা করেছে। প্রথম দিনেই ভারতে ঘরে তুলেছে ৮.৭৫ কোটি রুপি।”

কিং খান-এর শেষ দুটি সিনেমা ‘ফ্যান’ ও ‘দিলওয়ালে’ বক্স অফিসে হতাশ করেছিল। ‘ডিয়ার জিন্দেগি’তে এক তরুণীর জীবনে প্রেমবিশারদ হিসেবে দেখা গিয়েছে বাদশাহ খানকে। আসছে দিনগুলোতে সিনেমাটি আরও বেশি টাকা আয় করবে এটিই আশা করছেন শাহরুখ ভক্তরা।

সূত্রঃ বিডিনিউজ২৪

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)