JanaBD.ComLoginSign Up

৬ জিবি র‌্যামে আসছে স্যামসাং গ্যালাক্সি এস৮

মোবাইল ফোন রিভিউ 27th Nov 2016 at 11:00am 367
৬ জিবি র‌্যামে আসছে স্যামসাং গ্যালাক্সি এস৮

শিগগিরই নতুন ফোন নিয়ে আসছে স্যামসাং। ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি এস৮। সম্প্রতি অনলাইনে এই ফোনটির তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে নতুন ফোনটিতে ৬ জিবি র‌্যাম থাকবে।

গুজব রটানোকারী ওয়েবসাইটের তথ্য মতে, গ্যালাক্সি এস৮ এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হবে। এটি কোয়ালকমের নতুন প্রসেসর।

ফোনটির বিল্টইন মেমোরি ২৫৬ জিবি। এই ফোনটির ডিজাইনেও নতুনত্ব থাকবে। এর ডিসপ্লে হবে বেজেললেস।

রয়টার্সের তথ্য মতে, গ্যালাক্সি এস৮ এ ডিজিটাল ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচার থাকবে।

চীনের প্রযুক্তি পণ্যের খবর রটানোকারী ওয়েবসাইট উইবো জানিয়েছে, স্যামসাংয়ের নতুন ফোনে প্রতিষ্ঠানটির নিজস্ব এক্সিনোস প্রসেসর থাকতে পারে। এতে কুইক চার্জ ৪.০ প্রযুক্তি ব্যবহার করা হবে।

ফোনটির রিয়ারে থাকবে ডুয়েল ক্যামেরা। ক্যামেরার মেগাপিক্সেল হবে অন্যসব ফোনের চেয়ে বেশি। এর ডিসপ্লে হবে প্রেসার সেনসেটিভ। অনেকটা আইফোনের ফোর্স টাচ বা থ্রিডি টাচের মতই।

ফোনটির ডিসপ্লে হতে পারে কার্ভড। আয়তন ৫.১ ইঞ্চির 2k সুপারঅ্যামোলিড।

ফোনটি ২০১৭ সালের শুরুতেই বাজারে আসার কথা রয়েছে।

সূত্রঃ ঢাকা টাইমস

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)