JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা

বিবিধ বিনোদন 27th Nov 2016 at 9:58pm 719
ভারতের সবচেয়ে ধনী অভিনেতা

শাহরুখ, সালমান, আমির, না অন্য কেউ? ২০১৫ সালের আগস্ট পর্যন্ত ভারতের এ যাবতকালের অভিনেতাদের মধ্যে সম্পদশালী ১৫ অভিনেতার সম্পদের পরিমাণ জানুন আজকের প্রতিবেদনে।

শাহরুখ খান
ধনী বলিউড তারকাদের তালিকার শীর্ষে আছেন ‘বলিউড বাদশাহ’ খ্যাত অভিনেতা শাহরুখ খান৷ ৬০ কোটি মার্কিন ডলারের সম্পদ আছে তাঁর৷

অমিতাভ বচ্চন
এর পরেই আছেন ‘বলিউডের শেহেনশাহ’ খ্যাত অমিতাভ বচ্চন৷ এই কিংবদন্তি অভিনেতার মোট সম্পদের পরিমাণ ৪০ কোটি ডলার৷

সালমান খান
সুদর্শন বলিউড অভিনেতা সালমান খান ২৩ কোটি মার্কিন ডলারের সম্পদের মালিক৷

অক্ষয় কুমার
এর পরেই আছেন বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমার৷ অক্ষয়ের মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি মার্কিন ডলার৷

আমির খান
‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত বলিউড তারকা আমির খানের মোট সম্পদের পরিমাণ ১৮ কোটি মার্কিন ডলার৷

কমল হাসান
দক্ষিণী শিল্পী ও অভিনেতা কমল হাসানের সম্পদের পরিমাণও কিন্তু কম নয়৷ তার মোট সম্পদের পরিমাণ ১০ কোটি মার্কিন ডলার৷

শশি কাপুর
হিন্দি চলচ্চিত্রে কাপুর পরিবারের দাপট বরাবরই৷ আর সেই পরিবারের সবচেয়ে সুদর্শন ব্যক্তিটির সম্পদের পরিমাণ ৮ কোটি মার্কিন ডলার৷

ধর্মেন্দ্র
৬০ ও ৭০ এর দশকে গুড্ডি, শোলে দিয়ে বাজিমাত করা ধর্মেন্দ্র’র সম্পদের আর্থিক মূ্ল্য ৭ কোটি মার্কিন ডলার৷

রাজেশ খান্না
বলিউডের প্রথম সুপারস্টার খ্যাত রাজেশ খান্নার মোট সম্পদ সাড়ে ৬ কোটি মার্কিন ডলার৷ তিনি প্রয়াত হয়েছেন ২০১২ সালে৷

দীলিপ কুমার
৫০ এর দশকে নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে নারীদের হৃদয়ে ঝড় তুলেছিলেন দিলিপ কুমার৷ তাঁর মোট সম্পদের পরিমাণ সাড়ে ৬ কোটি মার্কিন ডলার৷

ইরফান খান
বলিউড ও হলিউডে এখন ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি৷ এই ‘খান’ অভিনয় বাংলাদেশের ‘ডুব’ ছবিতেও করেছেন৷ ইরফান খানের মোট সম্পদের পরিমাণ ৫ কোটি মার্কিন ডলার৷

দেব আনন্দ
স্টাইলিশ বলিউড হিরো দেব আনন্দ-এর মোট সম্পদের পরিমাণ ৫ কোটি মার্কিন ডলার৷ ২০১১ সালে প্রয়াত হয়েছেন এই অভিনেতা৷

রজনীকান্ত
দক্ষিণ ভারতের কোনো ছবিতে তার নাম থাকলেই সেই ছবি সুপারহিট৷ সেখানে প্রতিটি শো হয় হাউজফুল৷ অভিনেতা রজনীকান্তের পারিশ্রমিকও অন্য বলিউড তারকাদের চেয়ে বেশি৷ তিনি দরিদ্র মানুষের সহায়তায় দানও করেন প্রচুর৷ তার মোট সম্পদের পরিমাণ ৫ কোটি মার্কিন ডলার৷

সানি দেওল
ধর্মেন্দ্রই কেবল ধনী বলিউড তারকা নন, তার ছেলেও আছেন এই তালিকায়৷ ৮০’র দশকের হিট কিছু ছবির অভিনেতা সানি দেওলের মোট সম্পদের পরিমাণ ৫ কোটি মার্কিন ডলার৷

রনবীর কাপুর
বলিউডে কাপুর পরিবার থেকে সর্বকনিষ্ঠ যে সদস্য যুক্ত হয়েছেন তিনি রনবীর কাপুর৷ মাত্র কয়েক বছরেই অভিনয়ের মাধ্যমে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন তিনি, বলিউডে এখন তার দৃঢ় অবস্থান৷ এই তরুণ অভিনেতার সম্পদের মোট পরিমাণ ৫ কোটি মার্কিন ডলার৷

- ডিডাব্লিউ

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)