JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

ঠগির চরিত্রে আমির খান!

সিনেমা জগৎ 30th Nov 2016 at 8:58am 206
ঠগির চরিত্রে আমির খান!

অভিনয়ের জন্য নিজেকে ভাঙতে জানেন আবার গড়তেও জানেন। তিনি বলিউড সুপারস্টার আমির খান। মুক্তির অপেক্ষায় থাকা তার সর্বশেষ ছবি ‘দঙ্গল’-এ তার প্রমাণ পেয়েছে সবাই।

এদিকে ‘দঙ্গল’র কাজ শেষ হতে না হতেই নতুন ছবির কাজে মন দিয়েছেন বলিউডের মি. পারফেকশনিস্ট।

জানা গেছে, এ অভিনেতার পরবর্তী ছবির নাম ‘থাগস অব হিন্দুস্তান’। ছবিটিতে একজন ভারতীয় ঠগির চরিত্রে অভিনয় করবেন আমির।

ঠগি হচ্ছে বিশেষ শ্রেণির দস্যু দল, যারা পথিকের গলায় রুমাল বা কাপড় জড়িয়ে হত্যা করত। ঠগিরা ১৩ থেকে ১৯ শতকে বাংলাসহ উত্তর ভারতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা হিন্দুদের দেবী কালীর পূজা করত।

সম্প্রতি ‘দঙ্গলে’র প্রচারণায় মুখভর্তি দাড়ি এবং মাথায় রুমাল বেঁধে হাজির হন আমির। এবং উপস্থিত সাংবাদিকদের জানান এটাই তার নতুন ছবির লুক।

প্রসঙ্গত, ফিলিপ মেডোস টেইলরের ‘কনফেশন অব অ্যা থাগ’ বই অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। বইটি ১৯ শতকের ভারত বর্ষের ঠগিদের গল্প তুলে ধরা হয়েছে। ছবিটির পরিচালনায় থাকবেন বিজয় কৃষ্ণ আচার্য।

আরো অবাক করা তথ্য হচ্ছে এই ছবি দিয়েই প্রথমবারের মতো একই পর্দায় দেখা মিলবে বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন ও আমির খানের।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 3 - Rating 10 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)