JanaBD.ComLoginSign Up

শবনম ফারিয়ার হলুদ খামে নীল বৃষ্টি!

নাটক ও টেলিফিল্ম 30th Nov 2016 at 9:00pm 177
শবনম ফারিয়ার হলুদ খামে নীল বৃষ্টি!

কিছুদিন আগে বিরতিতে যাওয়া ঘোষণা দিয়েও যাননি টিভি অভিনেত্রী শবনম ফারিয়া। বরং ঘোষণার পর কাজে আরও সরব হয়েছেন এ উঠতি অভিনেত্রী।

সম্প্রতি তাকে নিয়ে দুই প্রজন্মের দুই প্রেমিক যুগলের মধ্যে সম্পর্কের টানাপড়েন ও সম্পর্কের বিচ্ছেদের গল্পকে উপজীব্য করে র্নিমিত হয়েছে নাটক ‘হলুদ খামে নীল বৃষ্টি’। আর এতে অভিনয় করেছেন- শবনম ফারিয়া।

আবদুল্লাহ মাহাফুজ অভির রচনায় এটি পরিচলনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত। এতে অভিনয় প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘নাটকের গল্পটা খুবই সুন্দর। এখন যে ধরনের নাটক নির্মিত হচ্ছে, সে ক্ষেত্রে সত্যি বলতে গেলে ঘুরে ফিরে প্রায় সব গল্পই এক ধরনের হয়। কিন্তু এ নাটকের গল্পটা একেবারেই অন্যরকম।

দর্শকরা নাটকটি দেখার পর উপলব্ধি করতে পারবেন’ এতে শবনম ফারিয়া ছাড়া অন্যদের মধ্যে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, মাজনুন মিজান, তানভীর, খালেদ আনন্দ প্রমুখ। সম্প্রতি রাজধানীর বেশ কয়েকটি মনোরম পরিবেশে নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই নাটকটি কোনো এক বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 5 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)