JanaBD.ComLoginSign Up

মাথায় আঘাত পেলে দ্রুত কী করবেন?

সাস্থ্যকথা/হেলথ-টিপস 3rd Dec 2016 at 4:26pm 221
মাথায় আঘাত পেলে দ্রুত কী করবেন?

প্রশ্ন : মাথায় আঘাত পেলে তাৎক্ষণিকভাবে করণীয় কী?

উত্তর : প্রাথমিক অবস্থায় আঘাত পাওয়ার পরপরই, প্রাথমিক অবস্থায় যে আঘাতপ্রাপ্ত হলো তাকে সমান জায়গার মধ্যে শুইয়ে দেওয়া উচিত। এর পর তার শ্বাস-প্রশ্বাস, মাথার অবস্থা এই অবস্থাগুলো ঠিক রাখতে হয়।

কাত করে রাখার পর দেখা যায় মাথায় আঘাতের পর যখন অজ্ঞান হয়ে যায় বা বমি যদি করে, যদি কাত করে থাকে বমিটা বের হয়ে যেতে পারে।

এ জন্য প্রাথমিক অবস্থায় যদি শ্বাসনালিকে পরিষ্কার করতে পারি, তাহলে দেখা যায় প্রাথমিক ধাক্কাটা সামাল দেওয়া সম্ভব হয়।

পরবর্তীকালে যদি হাসপাতালে যেতে হয়, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গিয়ে তাকে মাথায় আঘাতটা বুঝতে পারে।

সে অনুযায়ী তাকে চিকিৎসা দিতে পারে। সেখানে সম্ভব না হলে উপযুক্ত হাসপাতালে রেফার করলে নিউরোসার্জারি বিভাগ থাকলে বা যেখানে আছে, সেখানে ব্যবহার করলে, তখন চিকিৎসা করলে ভালো হয়।

তথ্যসূত্রঃ স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি অনলাইন

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 7.5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)