JanaBD.ComLoginSign Up

করণের আড্ডায় আনুশকার সঙ্গেই যাচ্ছেন ক্যাটরিনা

বিবিধ বিনোদন 3rd Dec 2016 at 11:52pm 148
করণের আড্ডায় আনুশকার সঙ্গেই যাচ্ছেন ক্যাটরিনা

কথা ছিল প্রাক্তন বয়ফ্রেন্ড সালমান খানের সঙ্গে যাবেন করনের কফি আড্ডায়। তার পর শোনা যায় ঋত্বিক রোশনের সঙ্গে। ঋত্বিকের সঙ্গে দুটি হিট ছবি ‘‌ব্যাং ব্যাং’‌ আর ‘‌জিন্দেগি না মিলেগি দোবারা’‌-তে অভিনয় করেছেন।

তবে না, শেষ পর্যন্ত আনুশকা শর্মার সঙ্গেই করণের শো’তে যাচ্ছেন ক্যাটরিনা। তাঁর ‘‌যব তক হ্যায় জান’‌ ছবির সহ-অভিনেতা। করন চাইছিলেন, সালমানের সঙ্গেই আসুক ক্যাটরিনা। কিন্তু তাতে বেশ অস্বস্তিতে পড়ে যান তিনি। এমনিতে সালমানের সঙ্গে তাঁর ব্রেকআপের পরেও যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে।

কিন্তু তাঁর সামনে বসে রণবীর কাপুরকে নিয়ে উত্তর দেয়া চাপ হয়ে যেত। রণবীরের সঙ্গে ব্রেকআপের পর যেখানেই যান ক্যাটরিনা, এই প্রশ্নই চলে আসে। আনুশকাও আবার বিরাট কোহলির সঙ্গে যেতে রাজি হননি। শেষ পর্যন্ত তাই একে অন্যের সঙ্গে জুটি বাঁধতে রাজি হয়ে যান ক্যাটরিনা-আনুশকা।

তথ্যসূত্রঃ আজকাল

Googleplus Pint
Like - Dislike Votes 10 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)