JanaBD.ComLoginSign Up

অস্ট্রেলিয়ার সিরিজ জয় ঠেকাতে চায় নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া 5th Dec 2016 at 4:09pm 159
অস্ট্রেলিয়ার সিরিজ জয় ঠেকাতে চায় নিউজিল্যান্ড

অধিনায়ক স্টিভেন স্মিথের অধিনায়কোচিত ইনিংসের কল্যাণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে লিড এখন স্বাগতিকদের।

তাই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে মরিয়া অসিরা। তবে অস্ট্রেলিয়াকে রুখে দিয়ে সিরিজে সমতা আনতে বদ্ধপরিকর নিউজিল্যান্ড। জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ৬ ডিসেম্বর চ্যাপেল-হ্যাডলি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ক্যানবেরায় বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজি অধিনায়ক স্মিথের দানবীয় ইনিংসের পর মাঠে তার নেতৃত্ব, ফিল্ডিং সবই মুগ্ধতা ছড়িয়েছে। স্মিথের ১৬৪ রানের দুর্দান্ত ইনিংসে ৬৮ রানের স্বস্তির জয় পায় অসিরা। এই স্বস্তির জয়টাকে আরও বড় রূপ দেয়ার কথা বললেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড, “আমাদের লক্ষ্য সিরিজ জয়। সেই লক্ষ্যে প্রথম ধাপ ভালোভাবে পার করেছি আমরা। দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চাই। যাতে চাপে না পড়তে হয় আমাদের। প্রথম ম্যাচ হেরে চাপে আছে নিউজিল্যান্ড। তাই ভালো অবস্থায় থেকেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবো আমরা। ”

সিরিজের দ্বিতীয় ম্যাচেও খেলা হবে না গ্লেন ম্যাক্সওয়েল ও জেমস ফকনারের। কারন প্রথম ম্যাচের একাদশ নিয়ে ক্যানবেরায় খেলতে নামবে অস্ট্রেলিয়া। এমনটাই বললেন হেড, “কোচ ও দলের ম্যানেজম্যান্ট আগের ম্যাচের কম্বিনেশনটাই রাখতে চাইছেন। তাই ম্যাক্সওয়েল ও ফকনারকে ছাড়াই আমাদের নামতে হবে। তারা খুবই ভালো খেলোয়াড়। যেকোন ম্যাচ ঘুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে। ”

প্রথম ম্যাচ হারলেও, সিরিজের দ্বিতীয় ম্যাচেই দল ঘুড়ে দাড়াঁবে এমনটাই প্রত্যাশা নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলের। সিডনিতে ১১৪ রানের ইনিংস খেলেও, দলের হার ঠেকাতে পারেননি তিনি। তাই দ্বিতীয় ওয়ানডেতে আরও ভালো ক্রিকেট খেলার ইঙ্গিত দিলেন গাপটিল, “প্রথম ম্যাচে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। স্মিথ আমাদের কাছ থেকে ম্যাচ নিয়ে গেছে। তার ইনিংসটি দারুণ ছিলো। আমাদের বোলাররা আরও ভালো করলে ম্যাচ আমাদের আয়ত্বে থাকতো। তবে কাল ভালো খেলে, সিরিজের সমতা আনবো আমরা। ”

অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), জর্জ বেইলি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড, গ্লেন মাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), হিলটন কার্টওয়েট, জেমস ফকনার, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, মিচেল স্টার্ক ও এডাম জাম্পা।

নিউজিল্যান্ড স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মুনরো, হেনরি নিকোলস, টিম সাউদি, টড অ্যাস্টল, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, টম লাথাম, জেমস নিশাম ও মিচেল স্যান্টনার।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Like - Dislike Votes 7 - Rating 7.1 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)