JanaBD.ComLoginSign Up

প্রথম রাতটি উপভোগ্য করতে করণীয়

লাইফ স্টাইল 6th Dec 2016 at 12:33pm 305
প্রথম রাতটি উপভোগ্য করতে করণীয়

প্রথমবার মিলন সবসময়েই বিশেষ স্মৃতির। কখনও ভয়, কখনও অতিরিক্ত উদ্বেগ এই মিলনের আনন্দ নষ্ট করে দেয়। তবে কয়েকটা জিনিস মাথায় রাখলে দুশ্চিন্তায় পড়তে হবে না। বরং বিয়ের প্রথম রাতটি হয়ে উঠবে উপভোগ্য। সম্প্রতি এক গবেষণায় এগুলো উঠে এসেছে। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো....

১. প্রথম মিলনের আগে কখনও মনে কোনো দুশ্চিন্তাকে জায়গা দেয়া যাবে না। মনকে তাজা ফুরফুরে রাখতে হবে।

২. তাড়াহুড়ো না করে সময় নিতে হবে। কারণ প্রথমবারের ঘনিষ্ঠতা সব সময়েই ‘‌স্পেশ্যাল’‌।

৩. ‌নীল ছবি দেখার অভ্যাস আছে। তার সঙ্গে সঙ্গী বা সঙ্গিনীর তুলনা করবেন না। মনে রাখবেন, পর্ন ফিল্মে যাদের দেখেন, তারা পেশাদার অভিনেতা বা অভিনেত্রী। তাদের মতো বাকি সকলে পটু হবেন, সেটা ধরে নেওয়ার কোনো কারণ নেই।

৪. কিছু মুহূর্ত হোক একান্ত ব্যক্তিগত। কী ঘটল, কেমনভাবে ঘটল, সেটা নিয়ে কারও সঙ্গে আলোচনা না করাই ভাল। সেটা আপনার সঙ্গী বা সঙ্গিনীর খারাপ লাগতে পারে।

৫. জোর করে অস্বস্তিকর কিছু করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, সবশেষে মানসিক ও শারীরিক পরিতৃপ্তিই আসল কথা। সেটার জন্য কাউকে অনুকরণ করার দরকার নেই।

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 7.5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)