JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

আমিরের ভক্তদের ফোনে নাজেহাল বিমাকর্মী!

বিবিধ বিনোদন 11th Dec 2016 at 11:35am 236
আমিরের ভক্তদের ফোনে নাজেহাল বিমাকর্মী!

আমির খানের ভক্তরা তাকে একের পর এক ফোন করে চলেছেন। একটা ধরতে না ধরতেই আর একটা 'কল ওয়েটিং'।

একটা ফোন কাটতে না কাটতেই ঢুকে যাচ্ছে আর একটা ফোন। এভাবেই প্রায় হাজার খানেক ফোন এলো তার কাছে।

কেউ তার সঙ্গে একটু কথা বলতে চায়, কেউ বন্ধু হতে চায় তো কেউ আবার ফিল্মে একটা সুযোগ পেতে নাছোড়!

কিন্তু এদের প্রত্যেকের ফোন 'রং নম্বর' বা 'আমি সেই আমির খান নই' বলে কেটে দিতে হয়েছে তাকে। কারণ তিনি তো আর অভিনেতা আমির খান নন! তিনি পেশায় একজন বিমাকর্মী। বয়স ৫১। সম্প্রতি ফর্ম ভরে নিজের জীবনবিমার প্রিমিয়াম জমা দেন তিনি।

আর সেখান থেকেই কোনোভাবে ছড়িয়ে যায় আমির খানের মোবাইল নম্বর। এই বিমাকর্মীর নাম আর বয়স বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে মিলে যাওয়ায় এই বিপত্তি।

এই ঘটনা কানে গেলে হয়তো বলিউডের 'মিস্টার পার্ফেক্সনিস্ট' আমির খানও হতভম্ভ হয়ে যাবেন! এই ঘটনায় অবশ্য আমিরের ভক্তদের দোষ দেয়া যায় না! আমির খানের মোবাইন নম্বর যাদের হাতে পড়বে তাদের ৯০ শতাংশই তাকে ফোন করার লোভ সামলাতে পারবেন না।

এটাই তো স্বাভাবিক! কিন্তু জীবনবিমার প্রিমিয়াম জমা দেয়ার ফর্ম থেকে কারো ব্যক্তিগত তথ্য বা মোবাইল নম্বর এভাবে ছড়িয়ে পড়াটা মোটেই কাম্য নয়। এই খবর শুনে অনেকেই বলছেন 'দুর্ভাগ্য জনক'!

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)