JanaBD.ComLoginSign Up

একটি তিন মাসের গল্প!

নাটক ও টেলিফিল্ম 21st Dec 2016 at 8:28pm 408
একটি তিন মাসের গল্প!

ফারিয়া-নিশোর সম্পর্কটা প্রেমের নয়, নিছক অন্যকিছু। তাহলে কী হবে? বাকিটা জানতে ও দেখতে চাইলে অবশ্যই নাটকটি দেখতে বললেন নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

নাটকের নাম ‘একটি তিন মাসের গল্প’। রাজিউল হুদা দীপ্তের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন মাবরুর রশিদ বান্নাহ।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে ‘একটি তিন মাসের গল্প’ প্রচার হবে।

নাটক প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, আমি খুব কম সংখ্যক নাটকে কাজ করছি। গল্প-স্ক্রিপ্ট-নির্মাতা-সহশিল্পী এই ক`টি জিনিস বেছে তারপর কাজ করি। ‘একটি তিন মাসের গল্প’ নাটকটির সবকিছুই আমার মনের মতো। তাছাড়া বান্নাহ ভাইয়ের নির্দেশনায় আগে অনেকবার কাজ করেছি, একজন শিল্পী কাছ থেকে তিনি সেরা কাজটা বের করে নিয়ে আসতে জানেন।

নিশো-ফারিয়া ছাড়াও নাটকটিতে অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন ফারহান, তাসনিম ইমা, অন্তরা আজিম প্রমুখ। জনপ্রিয় নির্মাতা বান্নাহ নাটকটি পরিবার-পরিজন-বন্ধুবান্ধব সবাইকে নিয়ে নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 5 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)