JanaBD.ComLoginSign Up

আসুসের স্মার্টওয়াচ জেনওয়াচ ৩

গ্যাজেট রিভিউ 24th Dec 2016 at 12:39pm 213
আসুসের স্মার্টওয়াচ জেনওয়াচ ৩

বাজারে এসেছে আসুসের স্মার্টওয়াচ জেনওয়াচ ৩। তিনটি মডেলে এই জেনওয়াচ পাওয়া যাচ্ছে।

আসুস জেনওয়াচ ও অ্যানড্রয়েড ওয়ারেবল অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে ১.৩৯ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪০০x৪০০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ২৮৭ পিপিআই। এতে আছে ডিজিটাল ক্রাউন, কাস্টমাইজেবল বাটন। অ্যাপ চালু করার বাটন। ডিভাইসটির জন্য একটি অ্যাপ রয়েছে। অ্যানড্রয়েড এবং আইফোনের সঙ্গে ডিভাইসটির সংযোগ দেয়া যাবে।

জেনওয়াচ ৩ তে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়ার ২১০০ এসওসি। র‌্যাম আছে ৫১২ জিবি। বিল্টইন মেমোরি ৪ জিবি। ডিভাইসটির পুরুত্ব ৯.৯৫ মিলিমিটার। এর ব্যাটারি ৩৪১ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)