JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

বাংলাদেশের বিপক্ষে সব ম্যাচ খেলছেন না বোল্ট-সাউদি!

ক্রিকেট দুনিয়া 24th Dec 2016 at 1:33pm 319
বাংলাদেশের বিপক্ষে সব ম্যাচ খেলছেন না বোল্ট-সাউদি!

নিউজিল্যান্ডের প্রধান দুই স্ট্রাইক বোলার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি বাংলাদেশে বিপক্ষে সব ম্যাচে খেলছেন না। তবে এর সাথে বাংলাদেশকে উপেক্ষা করার মত কোনো বিষয় নেই। এই দুই বোলারকে বিশ্রাম দিতেই সব ম্যাচ খেলানো হবে না বলে জানিয়েছেন কিউই কোচ মাইক হেসন।

আগামী ২৬ তারিখ থেকে বক্সিং ডে ওয়ানডের মাধ্যমে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। গোটা সিরিজে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলবে দুই দল। এর মধ্যে তৃতীয় ওয়ানডেতে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে বোল্টকে। অন্যদিকে পুর্নাঙ্গ ওয়ানডে সিরিজ খেললেও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না টিম সাউদি।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দুটিকেই বেশি গুরুত্ব দিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজম্যান্ট। ইংল্যান্ডকে হারানোর পর তাদের মনে শঙ্কা দেখা দিয়েছে। তাই বোল্ট এবং সাউদি দুজনেই টেস্ট সিরিজে মাঠে নামবেন। তার আগে তাদের বিশ্রাম পর্ব চলবে। এছাড়া সামনে কিউইদের ব্যস্ত শিডিউল আছে। তাই দুই পেসারকে ইনজুরি থেকেও দূরে রাখতে তৎপর কিউইরা।

সূত্রঃ কালের কন্ঠ

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 5 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)